বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ১৯

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ আগস্ট, ২০২৩ ১৭:৪৪

পাকিস্তানের ক্ষয়িষ্ণু রেল যোগাযোগ ব্যবস্থায় দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা বলে বর্ণনা করেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটির বলছে, বছরের পর বছর বিভিন্ন সরকার ক্ষমতায় এসে দেশের রেল নেটওয়ার্ক সংস্কার করতে তহবিল সংরক্ষণ করলেও পাকিস্তানের রেলের বেহাল দশার উন্নতি হয়নি।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে হাজারা এক্সপ্রেস নামের একটি ট্রেনের দশটির বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।

রোববার করাচি থেকে রাওয়ালপিন্ডির হাভেলিয়ায় যাওয়ার পথে সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

আহতদের উদ্ধার করে পাশের নবাবশাহ পিপলস মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারী ও স্থানীয়রা। তবে দুর্ঘটনার কারণ এখনও অজানা বলছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের ক্ষয়িষ্ণু রেল যোগাযোগ ব্যবস্থায় দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা বলে বর্ণনা করেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটির বলছে, বছরের পর বছর বিভিন্ন সরকার ক্ষমতায় এসে দেশের রেল নেটওয়ার্ক সংস্কার করতে তহবিল সংরক্ষণ করলেও পাকিস্তানের রেলের বেহাল দশার উন্নতি হয়নি।

বেনজিরাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইউনিস চান্দিও বলেছেন, ইতোমধ্যে দুর্ঘটনা কবলিত ১০টি বগির ৯টি রেললাইন থেকে অপসারণ করা হয়েছে। হতাহতদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

অবশিষ্ট বগিটি অপসারণে ভারি যন্ত্রপাতির প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর থেকে সিন্ধু প্রদেশের জেলাগুলোতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানকার রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে ১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যেতে পারে।

শনিবার ভোরে দেশটির পাদিদান রেলস্টেশনের কাছে আল্লামা ইকবাল এক্সপ্রেস নামের একটি ট্রেন বড় বিপর্যয় থেকে বেঁচে যাওয়ার একদিন পরই এ দুর্ঘটনা ঘটল। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান উদ্ধারকারী কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর