পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ অন্য রাজনীতিকদের নামে মামলা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
জিও টিভির প্রতিবেদনে জানানো হয়, তোশাখানা দুর্নীতি মামলায় শনিবার আদালত সাজা ঘোষণার পর ইমরানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চায় পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউজ।
জবাবে ইমেইলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ‘পাকিস্তানে ইমরান খান ও অন্য রাজনীতিকদের নামে মামলা অভ্যন্তরীণ বিষয়।’
ইমেইলে আরও বলা হয়, ‘আমরা পাকিস্তানে গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাই, যেমনটা আমরা অন্য দেশের ক্ষেত্রেও করি।’
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত শনিবার ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয়। এর মধ্য দিয়ে চলতি বছর অনুষ্ঠেয় নির্বাচনে ইমরানের অংশগ্রহণ আটকে যেতে পারে।
পাকিস্তানে অপরাধমূলক কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য বিবেচিত হন। দেশটিতে আগামী দুই সপ্তাহের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে মধ্য নভেম্বর বা তার আগে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে।