বিভিন্ন বিষয়ে ভারত ও পাকিস্তানের বৈরিতাকে ছাপিয়ে বৈবাহিক সম্পর্ক গড়ে যাচ্ছেন দুই দেশের নাগরিকরা। সীমান্তের কাঁটাতার কিংবা ভিসাও বাধা হয়ে দাঁড়াচ্ছে না তাদের সামনে। সর্বশেষ ভিসা না পেয়ে ভারতীয় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ভার্চুয়ালি বিয়ে করেছেন পাকিস্তানি নারী।
সীমান্ত পেরিয়ে ভারতীয় শচীনের সঙ্গে পাকিস্তানি সীমা এবং পাকিস্তানি নাসরুল্লাহর সঙ্গে ভারতীয় আঞ্জুর বিয়ে নিয়ে দুই দেশেই চলছিল আলোচনা। এর মধ্যেই ভার্চুয়াল বিয়ের খবর এলো।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার রাতে রাজস্থানের যোধপুরের বাসিন্দা আরবাজ খানের সঙ্গে অনলাইনে বিয়ে হয় পাকিস্তানের করাচির বাসিন্দা আমিনার।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে ও বরের পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে দুই দেশের কাজী বিয়ে পরান।
যোধপুরে আরবাজের স্বজন ও অতিথিদের এলইডি পর্দায় দেখানো হয় বিয়ের অনুষ্ঠান।
এ বিষয়ে আরবাজ বলেন, নববিবাহিত স্ত্রীকে ভারতে আনতে দ্রুতই ভিসার জন্য আবেদন করা হবে।
তিনি বলেন, ‘পাকিস্তানে আমাদের আত্মীয়স্বজন আছে। আত্মীয়দের মাধ্যমে পারিবারিকভাবে এ বিয়ে হয়। বর্তমানে দুই দেশের সম্পর্কে ভাটার কারণে আমরা অনলাইনে এটি (বিয়ে) করতে বাধ্য হয়েছি।
‘ভিসা পেতে যথেষ্ট সময় লাগত। এ কারণে আমরা এটি ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছি।’