বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোহরাওয়ার্দী থেকে ইমরান: কারাগারে পাকিস্তানের যত প্রধানমন্ত্রী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ আগস্ট, ২০২৩ ১৯:৩৬

১৯৬২ সালে অবিভক্ত পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম গ্রেপ্তার হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী যার সর্বশেষ সংযোজন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

তোশাখানা দুর্নীতি মামলায় লাহোরের জামান পার্কের বাসা থেকে শনিবার গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

সাবেক কিংবা দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীদের গ্রেপ্তার নতুন কিছু নয় পাকিস্তানে।

১৯৬২ সালে অবিভক্ত পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম গ্রেপ্তার হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যার সর্বশেষ সংযোজন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

এরপর নানা সময়ে দুর্নীতির অভিযোগ বা সামরিক বাহিনীর হস্তক্ষেপে গ্রেপ্তার হন আরও ৫ জন প্রধানমন্ত্রী। পাকিস্তানের জিও নিউজের বরাত দিয়ে গ্রেপ্তারের সময়ের ক্রমানুসারে সেসব প্রধানমন্ত্রীদের তালিকাসহ কারণ তুলে ধরা হলো।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় জেনারেল আইয়ুব খানের সামরিক সরকারকে সমর্থন না দেয়ার কারণে ১৯৬২ সালে জান্তা সরকারের ‘রাষ্ট্রবিরোধী’ মামলায় গ্রেপ্তার হন তিনি।

জুলফিকার আলী ভুট্টো

বাংলাদেশ স্বাধীনতা লাভের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান জুলফিকার আলী ভুট্টো। পাকিস্তানের নবম এ প্রধানমন্ত্রীকে রাজনৈতিক এক নেতাকে খুনের মামলা ১৯৭৪ সালে গ্রেপ্তার করে সামরিক জিয়াউল হকের সরকার। একই মামলায় ১৯৭৯ সালের ৪ এপ্রিল তার ফাঁসি কার্যকর হয়।

বেনজির ভুট্টো

পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। প্রধানমন্ত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি বার গ্রেপ্তার হন। দুই মেয়াদে দায়িত্ব পালন করা জুলফিকার আলী ভুট্টোর কন্যা মোট ৪ বার গ্রেপ্তার হন।

১৯৮৫ সালে আগষ্টে তাকে গ্রেপ্তার করে ৯০ দিন গৃহবন্দি করা হয়।

পরের বছর আগষ্টে পাকিস্তানের স্বাধীনতা দিবসে রাষ্ট্রবিরোধী বক্তব্যের জেরে আবার গ্রেপ্তার হন তিনি।

১৯৯৯ সালের এপ্রিলে ৫ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় এবং সর্বশেষ ২০০৭ সালের নভেম্বরে রাজনৈতিক কারনে গ্রেপ্তার হন তিনি। সে বছরই এক রাজনৈতিক র‍্যালীতে আততায়ীর গুলিতে মৃত্যু হয় তার।

নওয়াজ শরীফ

তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে একবারও ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে না পারা নওয়াজ শরীফ তিনবার গ্রেপ্তার হন।

২০০৭ সালে পারভেজ মোশাররফের জান্তা সরকার প্রথমবার গ্রেপ্তার করে তাকে সৌদি আরবে নির্বাসিত করে।

পরবর্তীতে ২০১৮ সালের জুলাই মাসে দুর্নীতির দায়ে হাইকোর্টের নির্দেশে ও ডিসেম্বরে একই কারণে নিজ কন্যা সহ গ্রেপ্তার হন নওয়াজ শরীফ।

শহীদ খান আব্বাসী

পাকিস্তানের ২১ তম এ প্রধানমন্ত্রী ২০১৯ সালের জুলাইয়ে পাকিস্তানের দুর্নীতিবিরোধী ব্যুরোর ‘এলএনজি’ মামলায় গ্রেপ্তার হন।

ইমরান খান

ইমরান খান তোশাখানা মামলায় শনিবার গ্রেপ্তার হওয়ার আগে এ বছরের মে মাসে পাকিস্তানের দুর্নীতিবিরোধী ব্যুরোর করা আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাষ্ট দুর্নীতি মামলায় আরও একবার গ্রেপ্তার হন।

এ বিভাগের আরো খবর