অস্ট্রেলিয়ায় সাবেক এক চাইল্ডকেয়ার কর্মীর বিরুদ্ধে ৯১টি শিশুকে যৌন হয়রানি ও সেটার ভিডিও ধারণ করে ইন্টারনেটে প্রকাশের অভিযোগ উঠেছে।
কুইন্সল্যান্ডের ১০টি, নিউ সাউথ ওয়েলসের একটি চাইল্ডকেয়ার সেন্টার ও আরেকটি দেশে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়াও এই ব্যক্তিকে ১ হাজার ৬০০টির বেশি অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানায়, অভিযুক্ত ব্যক্তি অস্ট্রেলিয়া ও দেশটির বাইরে ১২টি চাইল্ডকেয়ার সেন্টারে ১৫ বছরেরও বেশি সময় ধরে অল্পবয়সী মেয়েদের সঙ্গে এ অপরাধ করছেন। তাকে ২০২২ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ বলেছে, এটি তাদের দেখা ‘সবচেয়ে ভয়াবহ’ ঘটনাগুলোর একটি।
প্রতিবেদনটিতে বলা হয়, ৪৫ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি ২৪৬টি ধর্ষণ ও ৬৭৩টি শিশুর ওপর অশালীন আক্রমণ করেন। তার ইলেকট্রনিক্স ডিভাইসে এ সম্পর্কিত ৪ হাজার ছবি ও ভিডিও পাওয়া গেছে।
এএফপি-এর সহকারী কমিশনার জাস্টিন গফ বলেন, ‘এটি কল্পনারও বাইরে একটি ভয়ংকর ঘটনা।’
অভিযুক্ত ব্যক্তি ২১ আগস্ট ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হবেন বলে প্রতিবেদনে বলা হয়।