ভারতের মণিপুর রাজ্যে দুই নারীকে বিবস্ত্র করে সড়ক ধরে হাঁটানোর ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (সিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সুপ্রিম কোর্টে কেন্দ্রের জমা দেয়া হলফনামায় বিষয়টি জানানো হয়েছে।
এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও দেশব্যাপী ক্ষোভের মধ্যে নারীদের হেনস্তার মামলাটি সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, কেন্দ্রীয় সরকার গত কয়েক মাস ধরে সহিংসতায় জর্জরিত মণিপুর রাজ্যের বাইরে মামলার বিচার চালাতে চায়।
দুই নারীকে হেনস্তার মামলায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ সোমবার মনিপুরের থৌবাল জেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
হলফনামায় বলা হয়, শনাক্তকৃত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযানের লক্ষ্যে পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত এসপি ও অন্যান্য জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে মামলাটির তদন্ত চলবে।
হলফনামায় বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালনার ওপর জোর দিয়েছে কেন্দ্র।
এতে উল্লেখ করা হয়, নারীদের বিরুদ্ধে যেকোনো অপরাধের ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা নীতি রয়েছে কেন্দ্রের।
মণিপুরে চলতি বছরের মে মাসে হেনস্তার শিকার হন দুই নারী। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম (আইটিএলএফ) নামের সংগঠনের বিবৃতিতে বলা হয়, রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্যাংপোকপি জেলায় গত ৪ মে ঘটনাটি ঘটে।