যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সম্প্রতি ধরা পড়েছে ১৯ ফুট লম্বা ও ৫৬ দশমিক ৬ কেজি ওজনের একটি বার্মিজ অজগর।
ইউএসএ টুডের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ওহাইও স্টেট ইউনিভার্সিটির ২২ বছর বয়সী শিক্ষার্থী জ্যাক ওয়ালেরি স্থানীয় সময় সোমবার সাপটিকে ধরেন। এটির দৈর্ঘ্য প্রাপ্তবয়স্ক একটি জিরাফের সমান।
ইউএসএ টুডে জানায়, অজগরটি ধরার পর ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অভয়ারণ্যে নিয়ে যান ওয়ালেরি। সেখানে সাপটির উচ্চতা পরিমাপ করা হয়।
সংবাদমাধ্যমটি জানায়, ফ্লোরিডায় এর আগে এত বড় বার্মিজ অজগর ধরা পড়েনি। ২০২০ সালের অক্টোবরে অঙ্গরাজ্যটিতে ১৮ ফুট ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর ধরা পড়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সাপটিকে ধরতে বেগ পেতে হচ্ছে ওয়ালেরির। অজগরটির গলা চেপে ধরার পর প্রাণীটি ওয়ালেরির দেহও জড়িয়ে রাখে। পরে ওয়ালেরির সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বশে আনা হয় সাপটিকে।