বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ জুলাই, ২০২৩ ১৩:১৬

দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। তবে এতে সুনামির কোনো সম্ভাবনা নেই।

৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভা। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর ভূমিকম্পে কেঁপে ওঠে জাভা। তবে ওই ব্যক্তি হার্ট অ্যাটকে মৃত্যুবরণ করে থাকতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ (বিএনপিবি)।

শনিবার বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে জানান, ভূমিকম্পের প্রভাবে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। তবে এতে সুনামির কোনো সম্ভাবনা নেই।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিসমিক জোন বা ‘রিং অব ফায়ার’ এলাকার ওপর ইন্দোনেশিয়ার অবস্থান। এই এলাকার টেকটোনিক প্লেটগুলো পরস্পরের সঙ্গে সংঘাতপ্রবণ হওয়ার কারণে দেশটিকে প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হয়।

এ বিভাগের আরো খবর