ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার পর, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার তাদের ওপর মিশরের বাইবেলের ১০টি আজাব চাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে।
ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন, ‘হুথিরা আবার ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আমরা তাদের ওপর অন্ধকারের আজাব, প্রথম জাতের আজাব- আমরা ১০টি আজাবের সবগুলোই চাপিয়ে দিব।’
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
তিনি এক্সোডাসের ১০টি বিপর্যয়ের কথা উল্লেখ করেন, যেগুলো হিব্রু ঈশ্বর মিশরের ওপর চাপিয়েছিলেন যাতে ফারাওরা দাসত্বপ্রাপ্ত ইসরাইলি মুক্ত করতে বাধ্য হয়।
এর আগে বৃহস্পতিবার, ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডের বাইরে আঘাত করার একদিন পর, তারা দুটি হুথি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে।
গত সপ্তাহে ইসরাইলি বিমান হামলায় তাদের প্রধানমন্ত্রী এবং ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পর ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরাইলের ওপর তাদের আক্রমণ আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরাইলের বিরুদ্ধে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে তারা এসব হামলা চালিয়েছে বলে দাবি করে।
ইসরাইল হুথি-অধিষ্ঠিত বন্দরের পাশাপাশি বিদ্রোহী-অধিষ্ঠিত রাজধানী সানাকে লক্ষ্য করে বেশ কয়েক দফা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।