বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইকে ভারত ঘুরে প্রশংসা কুড়ালেন পাকিস্তানি ভ্লগার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুন, ২০২৩ ০৮:৫৩

আবরার হাসান তার ‘মৈত্রী সফরের’ অংশ হিসেবে ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। দীর্ঘ এ সফরের সময় আবরার দেখেন, দুই দেশের মধ্যে তিক্ততা সত্ত্বেও বিভিন্ন জায়গায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মোটরসাইকেলে করে ভারতের বিভিন্ন প্রান্তে ‍৩০ দিনের ভ্রমণ শেষ করে প্রশংসা কুড়িয়েছেন পাকিস্তানি ভ্লগার আবরার হাসান।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, হাসান তার ‘মৈত্রী সফরের’ অংশ হিসেবে ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। দীর্ঘ এ সফরের সময় আবরার দেখেন, দুই দেশের মধ্যে তিক্ততা সত্ত্বেও বিভিন্ন জায়গায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পাকিস্তানি এ বাইকার দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মুম্বাই, কেরালাসহ বিভিন্ন স্থানে লোকজনের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি ভ্রমণের দৃশ্যগুলো ধারণ করেন ইউটিউবে ‘ওয়াইল্ডলেন্স বাই আবরার’ নামের চ্যানেলে।

পথে-প্রান্তরে ঘোরার বিএমডব্লিউ বাইকে করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছেন আবরার। তার হেলমেটে যুক্ত এবং হাতে থাকা পেশাদার ক্যামেরা দিয়ে বিভিন্ন দৃশ্য ধারণ করেন তিনি।

যাত্রাপথে অনেক ভারতীয় খাবার খাইয়েছেন পাকিস্তানি ভ্লগারকে। অন্য অনেকে বাইকে সঙ্গ দিয়েছেন তাকে।

আবরার হাসান গত ৩ এপ্রিল তার যাত্রা শুরু করেছিলেন। এ যাত্রায় কেরালা, রাজস্থানের মতো জায়গার সৌন্দর্যে মোহিত হওয়ার কথা বিশেষভাবে তুলে ধরেন এ ভ্লগার।

বেশ কয়েকজন ভক্ত আবরারের ভিডিওতে কমেন্ট করেন। তাদের একজন লিখেন, ‘আপনার ভারত সিরিজের সব ভিডিও, বিশেষত পাঞ্জাবের ভিডিওগুলো হৃদয়ছোঁয়া…আমি এগুলো দুবার করে দেখেছি…ভালো কাজ অব্যাহত রাখুন।’

আরেক মন্তব্যকারী লিখেন, ‘আমাদের দেশকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আবরার ভাই…আপনার ভিডিও আমাদের দৈনন্দিন আচারের অংশ ছিল। রাতের খাবারের সময় প্রতিদিন মা-বাবার সঙ্গে আপনার ভিডিও দেখেছি।

‘আপনি গেট অতিক্রম করার সময় বাবা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। সবকিছুর জন্য আপনার জন্য অনেক ভালোবাসা ও আশীর্বাদ।’

এ বিভাগের আরো খবর