প্রথমে নিজের জুয়েলারির দোকানে ডাকাতি। তারপর ক্ষতিপূরণ চেয়ে বিমা করেছিলেন মিশেল জার্মানি নামে অস্ট্রেলিয়ার স্বনামধন্য এক জুয়েলারি ব্যবসায়ী। কিন্তু তার সেই পরিকল্পনা সফল হয়নি। প্রতারণার দায়ে গ্রেপ্তার হয়েছেন তিনি।
সিডনি পুলিশের বরাতে বিবিসি জানায়, মিশেলই বিমা কোম্পানিকে বোকা বানিয়ে ক্ষতিপূরণের টাকা হাতাতে ওই ডাকাতির নাটক সাজান। এ অপরাধে তার বিরুদ্ধে ডাকাতি, প্রতারণাসহ একাধিক মামলা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে সিডনিতে ৬৫ বছর বয়সী ওই ব্যবসায়ীর দোকানে ঢুকে তাকে ও দোকানের এক নারী কর্মীকে অস্ত্রের মুখে সিন্দুক খুলতে বলেন দুই আততায়ী।
প্রথমে এক আততায়ী ৪৭ বছর বয়সী ওই নারী কর্মীকে ছুরি দেখিয়ে হুমকি দেয়। পরিস্থিতি বিবেচনা করে দোকানের মালিক ও কর্মী দুজনই নীরবে তাদের কথা মেনে নেন।
তারপরও আততায়ীদের আঘাতে কর্মী আহত হন। ওই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
পুলিশ ওই ঘটনায় আর্থিক মূল্যে কী পরিমাণ গহনা ডাকাতি হয়েছে, তা না জানালেও ‘বিরাট অঙ্কের জুয়েলারি ডাকাতি হয়েছে’ বলে দাবি করেছেন গোয়েন্দা সুপার জো দুয়েইহি।
এ মামলায় এপ্রিল মাসে ৩৭ ও ৫৭ বছর বয়সী দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯৮০’র দশকের মাঝামাঝি অস্ট্রেলিয়ায় গহনার ব্যবসা শুরু করেন মিশেল জার্মানি। পরে দেশের অন্যতম সেরা জুয়েলারি ব্র্যান্ড হয়ে ওঠে তার প্রতিষ্ঠান।