অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর কুমিরের পেট থেকে জেলের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ডেইলি মেইলের খবরে বলা হয়, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে কুইন্সল্যান্ডের লেকফিল্ড ন্যাশনাল পার্কের কেনেডি নদীর তীরে মাছ ধরছিলেন ৬৫ বছর বয়সী কেভিন ডারমোডি। ওই সময় ক্যাম্প করতে আসা আশপাশের মানুষ ডারমোডির চিৎকার শুনতে পান। সে সময় ডারমোডি ‘কুমির, কুমির’ বলে চিৎকার করছিলো বলে জানান তিনি।
সেখানে গিয়ে ডারমোডিকে দেখতে পায় না তারা।
স্থানীয় প্রশাসনের ধারণা, একটি বড়শি উদ্ধার করতে ডারমোডি পানির কাছাকাছি গেলে তাকে কুমির টেনে নিয়ে যায়।
এরপর পুলিশের ডুবুরির দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু দুদিন ধরে কাউকে না পেয়ে অবশেষে সোমবার সন্দেহবশত ৪.১ ও ২.৮ মিটার দৈর্ঘ্যের দুটি কুমির গুলি করে হত্যা করে বনবিভাগের সদস্যরা।
খবরে বলা হয়, সোমবার রাতে কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের (ডিইএস) ওয়াইল্ডলাইফ রেঞ্জাররা কেভিন ডারমোডিকে সর্বশেষ যেখানে দেখেছিল, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে থাকা কুমির দুটিকে গুলি করে।
কুমিরের মৃতদেহগুলো ময়নাতদন্তের পর একটির মধ্যে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। তবে প্রশাসন ধারণা করছে দুটি কুমিরই ডারমোডিকে টেনে নিয়ে গিয়েছিল।