ফের বিয়ের পিঁড়িতে বসছেন মিডিয়া মোগল হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক । সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের (৬৬) সঙ্গে তিনি বাগদান করেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় সোমবার রুপার্টের মালিকানাধীন নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী ও মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ে করার করার খবর দিয়েছেন রুপার্ট । তার নতুন বান্ধবী অ্যান লেসলি স্মিথের সঙ্গে ছয় মাস আগে তার প্রথম দেখা হয়।
নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রেমে পড়ায় ভয় পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ চেষ্টা। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি।’এদিকে রুপার্টের হবু স্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথ একজন বিধবা। তার স্বামী চেস্টার স্মিঠ ছিলেন একজন গায়ক ও ব্যবসায়ী।
বিয়ে নিয়ে অ্যান লেসলি নিউইয়র্ক টাইমসকে বলেন,আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন। আসছে গ্রীষ্মের শেষেই যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে সম্পন্ন হবে।
২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন রুপার্ট। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও নিউইয়র্ক টাইমসের মালিক রুপার্ট।
এর আগে রুপার্ট প্যাট্রিসিয়া বুকার , সাংবাদিক আন্না মান , চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংক এবং অভিনেত্রী-মডেল জেরি হলকে বিয়ে করেন।