রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনের মারিওপোলে শহরে আকস্মিক সফর করেছেন।
স্থানীয় সময় শনিবার তিনি সেখানে যান বলে ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
একটি ভিডিওতে দেখা যায়, পুতিন শহরটি দিয়ে গাড়ি চালাচ্ছেন এবঙ্গ এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন।
ধারণা করা হচ্ছে, রুশ সেনাদের দখল করা এই শহরে এটি পুতিনের প্রথম সফর।
এদিকে ইউক্রনের কর্মকর্তা জানান, ধ্বংস হওয়া শহর যাতে না দেখতে হয় সে জন্য রাতে এ সফর করেছেন পুতিন। রুশ বার্তা সংস্থা তাস বা টিএএসএস জানিয়েছে, পুতিন হেলিকপ্টারে করে মারিওপোলে ঢোকেন। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মে মাসে মারিওপোল দখল করে রুশ সেনারা। এ শহরটিতে রুশ সেনাদের তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইউক্রেনের আজভ ব্রিগেডের সেনারা। কিন্তু তাদের আটকে ফেলে শহরটি দখল করে রুশ বাহিনী।