পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে সোমবার ভ্যানে বোমা হামলায় পুলিশের কমপক্ষে ৯ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
করাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিবি ও কাচির কাছাকাছি কামব্রি সেতু এলাকায় বেলুচিস্তান কনস্ট্যাবুলারির ভ্যানে হামলাটি হয়।
এ কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্যপ্রমাণ বলছে, এটি আত্মঘাতী বোমা হামলা, তবে এ নিয়ে তদন্ত চলছে।
এসএসপি জানান, বোমা হামলায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গেছেন বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুরো এলাকা ঘিরে তল্লাশি চলছে।
বেলুচিস্তান কনস্ট্যাবুলারি বা বিসি প্রাদেশিক পুলিশের একটি বিভাগ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কিংবা কারাগারের মতো স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা দিয়ে থাকেন বিসির সদস্যরা।
হামলার পর তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কোনো পক্ষ।