উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর বিধানসভার নির্বাচনে ত্রিপুরা ও নাগাল্যান্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিকে মেঘালয়ে এখনও কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফলাফল গণনা শুরু হয়েছে আজ সকাল ৮টা থেকে।
এনডিটিভির সর্বশেষ খবরে বলা হয়েছে, এসবগুলো রাজ্যের বিধান সভায় একটি দলের ৩১টি আসন প্রয়োজন। সেখানে ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট ৩৩টি, কংগ্রেস-বামজোট ১৪টি আসন পেয়েছে। এছাড়া মেঘালয়ে এনপিপি-২৫টি আসনে এগিয়ে আছে। এ রাজ্যে বিজেপি ৪টি, তৃণমূল কংগ্রেস ১৫টি এবং কংগ্রেস ৫টি আসনে পেয়েছে। অন্যদিকে নাগাল্যান্ডে বিজেপি ও এনডিপিপি জোট ৩৬টি এবং এনপিএফ ২টি আসন পেয়েছে।
ভারতে ২০২৪ সালে লোকসভা নির্বাচন হবে। এর আগে রাজ্য পর্যায়ে অনুষ্ঠিত এসব ভোটের প্রভাব রয়েছে জাতীয় নির্বাচনেও।