ইউক্রেন রুশ হামলার বর্ষপূতি উপলক্ষে যুক্তরাজ্যের বিখ্যাত গ্রাফিতি শিল্পী বাঙ্কসির একটি ম্যুরালের ছবি দিয়ে বিশেষ ডাকটিকেট প্রকাশ করেছে ইউক্রেন।
সম্প্রতি ওই ডাকটিকিট প্রকাশ করার পর কিয়েভের পোস্ট অফিসে তা কিনতে ভিড় জমে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ডাকটিকিটটিতে দেখা যাচ্ছে, জুডো ম্যাচে এক বয়ষ্ক ব্যক্তিকে আছাড় মেরে ফেলে দিচ্ছে অল্প বয়ষ্ক ছেলে। বয়ষ্ক লোকটি আসলে রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার গোলার আঘাতে বিধ্বস্ত হওয়া কিয়েভের কাছে বোরোদিয়াঙ্কা শহরের একটি বাড়ির দেয়ালে ওই গ্রাফিতি এঁকেছিলেন বাঙ্কসি। এ নিয়েই বিশেষ ডাকটিটিক ছেড়েছে ইউক্রেন।
টিকিটের নিচে বাম কোনে রাশিয়ান নেতাকে সম্বোধন করে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক বাক্যাংশ যুক্ত করা হয়েছে।
জুডোতে ব্ল্যাক বেল্টধারী পুতিন মার্শাল আর্টের একজন ভক্ত। অনেক ইউক্রেনীয় ব্যাঙ্কসির ম্যুরালটিকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের তীব্র প্রতিরোধের রূপক হিসেবে দেখছেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রতিদিনই আসছে প্রাণহানির খবর।
পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি ও খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ।