বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কে এবারের ভূমিকম্পে অন্তত ৩ মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:০২

প্রথমে আঘাত হানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। এর তিন মিনিটের মাথায় আবার আঘাত হেনেছে ৫ দশমিক ৮ মাত্রার আরেক ভূমিকম্প।

তুরস্কে নতুন করে আঘাত হানা ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাত ৮টার কয়েক মিনিট পর দেশটি দক্ষিণাঞ্চলে দু বার আঘাত হানা এ ভূমিকম্পে আরও প্রায় ৩০০ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে আঘাত হানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। এর তিন মিনিটের মাথায় আবার আঘাত হেনেছে ৫ দশমিক ৮ মাত্রার আরেক ভূমিকম্প।

পাশ্ববর্তী দেশ সিরিয়াও কেঁপেছে এই ভূমিকম্পে। দেশটিতে আহত হয়েছে প্রায় ২০০ মানুষ।

গত ৬ ফেব্রুয়ারি এ দুই দেশে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণ যায়। আহত হন অসংখ্য মানুষ। ধসে পড়ে বহু ঘর-বাড়ি।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এতে বলা হয়, সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের প্রদেশের দেফনে শহরে ভূমিকম্প আঘাত হানে।

এর ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরে এএফপির সাংবাদিকেরা ভূমিকম্প অনুভব করেছেন।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির পর হাতায়ের সামান্দাগ জেলায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সিরিয়া, জর্ডান, ইসরায়েল ও মিসরও এ ভূমিকম্পে কেঁপে ওঠে।

উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, ঝুঁকিপূর্ণ ভবন থেকে সবাইকে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর