আর্জেন্টিনায় সম্প্রতি রুশ অন্তঃসত্ত্বা নারীদের যাওয়ার প্রবণতা বেড়েছে। গত কয়েকমাসে দেশটিতে রাশিয়া থেকে প্রায় পাঁচ হাজার অন্তঃসত্ত্বা নারী গেছেন। এরমধ্যে বৃহস্পতিবারই একটি ফ্লাইটে করে গেছেন ৩৩ জন।
কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আর্জেন্টিনার জাতীয় অভিবাসন সংস্থা জানিয়েছে, সম্প্রতি তাদের দেশে যাওয়া সব নারীই গর্ভাবস্থার শেষ দিকে রয়েছেন।
ধারণা করা হচ্ছে, সন্তানদের আর্জেন্টিনার নাগরিকত্ব নিশ্চিত করতে দেশটিতে যাচ্ছেন রুশ নারীরা।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনায় রুশ অন্তঃসত্ত্বা নারীদের সংখ্যা বেড়ে গেছে বলে আর্জেন্টাইন স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে। আর্জেন্টিনার অভিবাসন সংস্থা প্রধান ফ্লোরেন্সিয়া ক্যারিগনানো স্থানীয় সংবাদমাধ্যম লা নাসিয়নকে জানান, বুয়েনস আইরেসে বৃহস্পতিবার ওই ৩৩ রুশ অন্তঃসত্ত্বা নারীর কাগজপত্রে ঝামেলা থাকায় তাদের আটক করা হয়। এদের সঙ্গে এর আগের দিন আর্জেন্টিনায় আসা আরও তিন নারীকেও আটক করা হয়, তবে পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
ক্যারিগনানো বলেন, রুশ নারীরা পর্যটক হিসেবে আসার কথা বললেও আসলে তাদের মূল উদ্দেশ্য সন্তানদের জন্য আর্জেন্টাইন পাসপোর্ট নিশ্চিত করা। কারণ এটি তাদেরকে আরও বেশি স্বাধীনতা দেবে।
এদিকে আটক হওয়া তিন নারীর আইনজীবী ক্রিশ্চিয়ান রুবিলার বলেন, তারা কোনো অপরাধ করেননি। তাদেরকে অবৈধভাবে তাদের স্বাধীনতা থেকে দূরে রাখা হয়েছিল।