বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতাল ছাড়লেন বলসোনারো

  •    
  • ১১ জানুয়ারি, ২০২৩ ০৯:০৫

প্রেসিডেন্ট হিসেবে বামপন্থি নেতা লুই ইনাসিও লুলা দা সিলভার অভিষেকের মাত্র এক সপ্তাহ পর ব্রাজিলে রাজধানীতে সিরিজ হামলা চালিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর সমর্থকরা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অ্যাডভেন্টহেলথ হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্রাজিলে সমর্থকদের তাণ্ডবের পর আমেরিকা স্থানীয় সময় সোমবার তিনি পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার অ্যাডভেন্টহেলথ হাসপাতালে বলসোনারো ভর্তি ছিলেন। প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে গত ৩১ ডিসেম্বর আমেরিকায় যান তিনি।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী মিশেল বলসোনারো ইনস্টাগ্রামে লেখেন, ২০১৮ সালে ছুরি হামলার পর বলসোনারো প্রায়ই পেটে ব্যথা অনুভব করেন।

প্রেসিডেন্ট হিসেবে বামপন্থি নেতা লুই ইনাসিও লুলা দা সিলভার অভিষেকের মাত্র এক সপ্তাহ পর ব্রাজিলের রাজধানীতে সিরিজ হামলা চালিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর সমর্থকরা।

এ হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। তবে এ ঘটনার উসকানিদাতা তিনি নন বলে দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ২০২১ সালে ক্যাপিটলে তাণ্ডব চালিয়েছিলেন তার সমর্থকরা। সে ঘটনারই স্মৃতিচারণা করালেন বলসোনারোর সমর্থকরা।

এ বিভাগের আরো খবর