বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লোভে মানুষ প্রতিবেশীকেও গিলে ফেলছে: পোপ

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৩:১১

পোপ হওয়ার পর এ নিয়ে দশমবারের মতো বড়দিন উদযাপন করছেন ফ্রান্সিস। তার নেতৃত্বে করোনাভাইরাস মহামারির শঙ্কা কাটিয়ে কয়েক বছর পর ভ্যাটিকানে শনিবারের প্রার্থনাসভায় অংশ নেন প্রায় সাত হাজার মানুষ।

ইউক্রেন যুদ্ধ ও বিশ্বে চলমান অন্যান্য সংঘাতের দিকে ইঙ্গিত করে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস বলেছেন, সম্পদ আর ক্ষমতার লোভে মানুষ প্রতিবেশীকেও গিলে ফেলছে।

বড়দিনের প্রাক্কালে স্থানীয় সময় শনিবার ভ্যাটিকানে আয়োজিত প্রার্থনাসভায় পোপ এ কথা বলেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পোপ হওয়ার পর এ নিয়ে দশমবারের মতো বড়দিন উদযাপন করছেন ফ্রান্সিস। করোনাভাইরাস মহামারির শঙ্কা কাটিয়ে কয়েক বছর পর ভ্যাটিকানে শনিবারের প্রার্থনাসভায় অংশ নেন প্রায় সাত হাজার মানুষ।

এতে অংশ নিয়ে পোপ ফ্রান্সিস বলেন, ‘কত শত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় উন্মত্ত নারী ও পুরুষেরা গিলে ফেলছে তাদের প্রতিবেশীদের, এমনকি মা আর বোনদেরও।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ নিয়ে সরাসরি রাশিয়ার নিন্দা না করায় পোপের সমালোচনা করেন ইউক্রেনের অনেকে।

বড় দিনের আনুষ্ঠানিকতায় বরাবরের মতো রোববার ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিকার বারান্দা থেকে পোপ ফ্রান্সিস চত্বরে সমবেত ক্যাথলিকদের আশীর্বাদ করবেন পোপ ফ্রান্সিস।

এ বিভাগের আরো খবর