বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কে-ড্রামা দেখায় ২ কিশোরের মৃত্যুদণ্ড

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ২১:২০

দ্য মিরর বলছে, রিয়াংগ্যাং প্রদেশের একটি বিমানবন্দরে স্থানীয়দের সামনে দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ঘটনাটি অক্টোবরে ঘটলেও, গত সপ্তাহে এ ‘হত্যাকাণ্ডের’ তথ্য উঠে আসে।

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকান সিনেমা দেখার জন্য হাই-স্কুলের দুই ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। কে-ড্রামা নামে পরিচিত কোরিয়ান নাটক দেখা বা এসবের প্রচার চালানো উত্তর কোরিয়ায় কঠোরভাবে নিষিদ্ধ।

কয়েকটি স্বাধীন সূত্র বলছে, ১৬ এবং ১৭ বছর বয়সী দুই কিশোরের দেখা হয়েছিল উত্তর কোরিয়ার রিয়াংগ্যাং প্রদেশে। তখন তারা বেশ কয়েকটি দক্ষিণ কোরিয়ান এবং আমেরিকান নাটক দেখেছিল।

দ্য মিরর বলছে, শহরের একটি বিমানবন্দরে স্থানীয়দের সামনে দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ঘটনাটি অক্টোবরে ঘটলেও, গত সপ্তাহে এ ‘হত্যাকাণ্ডের’ তথ্য উঠে আসে।

সরকার বলছে, তাদের সংঘটিত অপরাধগুলো ‘মারাত্মক’ ছিল। এ কারণে তাদের মৃত্যুদণ্ড দেখার জন্য স্থানীয়রা ভিড় করেছিল।

বিভিন্ন ধরনের উদ্ভট কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় আসেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। গত বছর বাবা কিম জং ইলের মৃত্যুবার্ষিকী ঘিরে ১১ দিনের শোক ঘোষণা করেছিলেন তিনি। এই সময়ে নাগরিকদের হাসতে, কেনাকাটা এমনকি কান্নাকাটিরও অনুমতি ছিল না।

শুধু তাই নয়, বাবার জন্মদিনের অনুষ্ঠানের জন্য ফুল সময়মতো না ফোটায় গ্রিনহাউজের এক ব্যবস্থাপককে কঠিন সাজা দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। চাকরিচ্যুত করে তাকে পাঠানো হয় লেবার ক্যাম্পে।

বিদেশি তথ্য এবং এসবের প্রভাব বন্ধে ২০২০ সালে দেশজুড়ে অভিযান চালান কিম জং উন। দক্ষিণের নাটকগুলোর ব্যাপক জনপ্রিয়তার কারণে সেসময় এসব নিষিদ্ধ করে উত্তর কোরিয়া।

তখন থেকে জরিমানা, কারাদণ্ড কিংবা আরও খারাপ মৃত্যু থেকে বাঁচতে দক্ষিণ কোরিয়ার নাটকগুলো গোপনে দেখতে শুরু করে উত্তর কোরিয়ার তরুণরা।

এ বিভাগের আরো খবর