বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাঁজার খামারে ৪ মরদেহ; গ্রেপ্তার ১

  •    
  • ২৩ নভেম্বর, ২০২২ ১৯:০৬

চিকিৎসার জন্য ওকলাহোমা রাজ্যে গাঁজার বৈধতা রয়েছে। তবে ১০ একর জমির এই খামারটির লাইসেন্স আছে কি না, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের একটি গ্রামীণ গাঁজার খামারে চার চীনা নাগরিককে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, ৪৫ বছরের উ চেনকে মঙ্গলবার ২ হাজার ৪০০ কিলোমিটার দূরের ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কোন দেশের নাগরিক তা অবশ্য প্রকাশ হয়নি।

ওকলাহোমা সিটি থেকে ৫৫ মাইল উত্তরে হেনেসি শহরের কাছে রোববার পুলিশ একটি জিম্মি পরিস্থিতির কল পায়। সেদিন ঘটনাস্থলে পৌঁছে তারা চার চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। আহত অবস্থায় আরেক চীনা নাগরিককেও উদ্ধার করা হয়।

চিকিৎসার জন্য ওকলাহোমা রাজ্যে গাঁজার বৈধতা রয়েছে। তবে ১০ একর জমির এই খামারটির লাইসেন্স আছে কি না, তা স্পষ্ট নয়।

পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে গাঁজা খামারের একটি ভবনে প্রবেশ করেছিলেন। তখন ভেতরে ‘বেশ কয়েকজন কর্মচারী’ ছিল।

ওকলাহোমা স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলেছে, অনেক সময় ওই ব্যক্তি ভবনের ভেতর ছিলেন।

পুলিশ জানিয়েছে, ভাষাগত জটিলতার কারণে এখন পর্যন্ত নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়নি। গাড়ি ট্র্যাক করে সন্দেহভাজনকে মঙ্গলবার মায়ামি বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও হত্যার উদ্দেশ্যে গুলো চালানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

‘বন্দুকধারী সম্ভবত নিহতদের পরিচিত ছিল।’

ওকলাহোমার বাসিন্দারা ২০১৮ সালে ভোটের মাধ্যমে চিকিৎসায় গাঁজাকে বৈধ করে। আগামী মার্চে ভোটাররা চিত্তবিনোদনের উদ্দেশ্যে গাঁজাকে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্রের ২১ রাজ্য গাঁজার বিনোদনমূলক ব্যবহারের অনুমতি রয়েছে; ৩৭ রাজ্য চিকিৎসা উদ্দেশ্যে এটির অনুমতি দেয়।

এ বিভাগের আরো খবর