ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে প্রবল বর্ষণে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে দিলকুশা এলাকায় এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ দেখেছেন উত্তর প্রদেশের রাজধানী শহরের বাসিন্দারা।
দেয়াল ধসের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলা প্রশাসক (ডিসি) শ্রী সূর্য পাল গাঙ্গওয়ার ঘটনাস্থলে গেছেন। তিনি দেয়াল ধসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, দেয়াল ধসে প্রাণ হারানো ৯ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন।