বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশে ধরেছে পেরুর প্রেসিডেন্টের শ্যালিকাকে

  •    
  • ২৯ আগস্ট, ২০২২ ১৪:৪১

গ্রেপ্তারের পর প্রেসিডেন্টের এই নিকটাত্মীয়কে ৩০ মাস ধরে কারাগারে আটকে রাখার নির্দেশনা দিয়েছে দেশটির একটি আদালত।

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওর এক শ্যালিকাকে।

স্থানীয় সময় রোববার গ্রেপ্তারের পর প্রেসিডেন্টের এই নিকটাত্মীয়কে ৩০ মাস ধরে কারাগারে আটকে রাখার নির্দেশনা দিয়েছে দেশটির একটি আদালত।

আল জাজিরা বলছে, অভিযুক্ত ইয়েনিফার পেরেদেসকে ছোটবেলা থেকে লালন–পালন করে আসছেন প্রেসিডেন্ট দম্পতি। তাকে প্রায়ই এ জন্য নিজের মেয়ে বলে সম্বোধন করেন তারা।

দেশটির প্রসিকিউটরদের অভিযোগ, কাস্তিলিওর পক্ষের লোকদের মধ্যে সরকারি বরাদ্দ নিয়ে প্রভাব বিস্তারে জড়িত তার শ্যালিকা।

প্রাক-বিচারে আটকাদেশ দেয়া ইয়েনিফারের বিরুদ্ধে এখনও নির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তিনি কারাগারে থাকাকালে তদন্ত চালিয়ে যাবেন প্রসিকিউটররা।

প্রেসিডেন্ট কাস্তিলিওর বিরুদ্ধে ছয়টি ফৌজদারি অভিযোগের তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টার মামলার বিচারে বাধা দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ক্ষমতায় বসার পর ১৩ মাস ধরে পেরুর প্রেসিডেন্টের পদে আছেন বামপন্থি পেদ্রো কাস্তিলিও।

এরই মধ্যে বেশ কয়েকটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া এই প্রেসিডেন্ট অভিসংশনের চেষ্টার মধ্যেও পড়েছেন। তবে টিকে গেছেন তিনি।

প্রেসিডেন্ট কাস্তিলিও বলে আসছেন, তাকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টার অংশ হিসেবে প্রসিকিউটররা নানা অভিযোগ তুলছেন।

এ বিভাগের আরো খবর