বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিল্লিতে কৃষক আন্দোলন ঠেকাতে কঠোর ব্যবস্থা

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ১৫:১৬

আজ নয়াদিল্লির যন্তর মন্তরে কৃষক মহাপঞ্চায়েতের মঞ্চে বিশাল প্রতিবাদ-সমাবেশের কথা রয়েছে ভারতীয় কৃষকদের। নতুন কৃষি আইন বাতিলসহ ফসলের ন্যায্যমূল্যের দাবিতে এ সমাবেশ ডেকেছে ভারতীয় কৃষক ইউনিয়ন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে কৃষক সংগঠনের জোট কিষান মোর্চার সমাবেশ প্রতিহত করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ নয়াদিল্লির যন্তর মন্তরে কৃষক মহাপঞ্চায়েতের মঞ্চে বিশাল প্রতিবাদ-সমাবেশের কথা রয়েছে ভারতীয় কৃষকদের।

নতুন কৃষি আইন বাতিলসহ ফসলের ন্যায্যমূল্যের দাবিতে এ সমাবেশ ডেকেছে ভারতীয় কৃষক ইউনিয়ন (বিকেইউ)।

সিংঘু, টিকরি ও গাজীপুরসহ দিল্লি প্রবেশমুখ ও সীমান্তে কড়া পাহারা ও ব্যারিকেড বসানোর পাশাপাশি টহল বাড়িয়েছে পুলিশ। সেখানে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করা হচ্ছে। এতে করে রাজধানীর প্রবেশমুখে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

রেলস্টেশন, বাসস্টেশন, মেট্রোরেলে টহল জোরদার করা হয়েছে।

এর আগে, গত বছর ২৭ সেপ্টেম্বর ভারত বন্‌ধের ডাক দেয় আন্দোলনরত কৃষক সংগঠনের সম্মিলিত মোর্চা।

উত্তর প্রদেশের মুজাফফরনগরে ঐতিহাসিক কৃষক মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে সংযুক্ত কিষান মোর্চার নেতারা বলেন, ‘কেন্দ্র বলেছে, মুষ্টিমেয় কয়েকজন কৃষকই প্রতিবাদ করছেন।

‘আজ তারা দেখে যাক কতজন প্রতিবাদ করছেন। আসুন, আজ আমরা এমন আওয়াজ তুলি যাতে ক্ষমতায় যারা বসে, তাদের কানে তা সমুদ্র গর্জন হয়ে পৌঁছায়।’

গত বছর ৯ মাস ধরে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশের সিংঘু, টিকরি ও গাজীপুর সীমান্তে কৃষকরা অবস্থান বিক্ষোভ করে ৪০টি কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে।

এই মোর্চার আহ্বানেই কৃষক মহাপঞ্চায়েতে অংশ নেন লক্ষাধিক মানুষ।

শুধু উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, রাজস্থানের কৃষকরাই নন, মহাপঞ্চায়েতে শামিল হয়েছিলেন দেশের অন্তত ১৫টি রাজ্যের ৩০০-এর বেশি ছাত্র-যুব-মহিলা-শিক্ষক-সামাজিক-অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

মহাপঞ্চায়েত ঘিরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তা নিশ্চিতে আট হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এ বিভাগের আরো খবর