যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ৪ মুসলিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের হাতে আটক ৫১ বছর বয়সী মুহাম্মদ সাইদের বিরুদ্ধে ২ জন মুসলিমকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ বলছে, অন্য ২ হত্যাকাণ্ডেও সাইদের সম্পৃক্ততার অভিযোগ আনতে কাজ করছে তারা।
অভিযুক্তের বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
এর আগে ৪ মুসলিমের হত্যাকে বিদ্বেষপ্রসূত হামলা হিসেবে ধারণা করা হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও এই হামলার নিন্দা জানানোর সময় একে বিদ্বেষপ্রসূত হামলার কথাই বলেন।
যেই ভক্সওয়াগন গাড়ির সূত্র ধরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদ সাইদকে
যদিও পুলিশ একে বিদ্বেষমূলক হামলা বলেনি।
আল বুকার্ক পুলিশপ্রধান হ্যারল্ড মেডিনা মঙ্গলবার বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারা আগেই একটি গাড়ি শনাক্ত করেছিল। রুপালি রঙের সেই ভক্সওয়াগন গাড়িটি সম্পর্কে তথ্য দিতে শহরবাসীর প্রতি আহ্বানও জানায় পুলিশ।
বাম থেকে হত্যার শিকারঃ মোহাম্মদ আহমাদি, আফজাল হুসেন ও আফতাব হুসেন
তদন্তকারীরা বলছেন, সম্ভবত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই হত্যাগুলো ঘটেছে। সন্দেহভাজন আফগান নাগরিক কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন।
পুলিশ বলছে, অভিযুক্ত মুহাম্মদ সাইদ একজন সুন্নি মুসলিম। তিনি পুলিশকে বলেছেন, তিনি আশঙ্কা করছিলেন তার মেয়ে শিয়া কোনো মুসলিমকে বিয়ে করতে পারে।
তবে পুলিশ বলছে, এটিই সত্যিকার কারণ কি না তা স্পষ্ট নয়। আরো অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ।
গত ৯ মাসে এই হত্যার ঘটনাগুলো ঘটেছে। তবে দুই সপ্তাহের ব্যবধানে মারা গেছেন ৩ পাকিস্তানি। যারা একই মসজিদে জমায়েত হতেন। তাদের কোনো সতর্কতা ছাড়াই হত্যা করা হয়।
অন্য আফগান ব্যক্তি মোহাম্মদ আহমাদিকে গত নভেম্বরে হত্যা করা হয়।
তবে হত্যাকাণ্ডগুলো কী একই ভাবে করা হয়েছে কি না তা জানায়নি আল বুকার্ক পুলিশ।