তাইওয়ানের চারদিক ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এরই মধ্যে প্রথমবারের মতো তাইওয়ানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন। স্বশাসিত দ্বীপটির উপকূলেও এসে পড়ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
আগেই ক্ষেপণাস্ত্র সম্পর্কিত প্রতিরক্ষাব্যবস্থা চালু করার বিষয়টি জানিয়েছিল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার চীনকে মোকাবিলায় ভূমিকেন্দ্রিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান।
চলমান মহড়ায় বারবার চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মেডিয়ান লাইন অতিক্রম করার কারণে তাইওয়ানের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেয়া হলো।
তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাইপে কোনো যুদ্ধ চায় না, তবে চলমান উত্তেজনায় লড়াইয়ের প্রস্তুতি বাড়াবে।
মেডিয়ান লাইন হলো চীনের মূল ভূখণ্ড ও স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে পৃথককারী সীমানা। সাধারণত চীন ও তাইওয়ান কেউই এই সীমানা অতিক্রম করে না। তবে চীনের চলমান সামরিক মহড়ায় এই সীমান্ত মানছে না বেইজিং।
চীন তাইওয়ানকে ঘিরে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে। এরই মধ্যে তাইওয়ানের অনেক বাণিজ্যিক বিমানের ফ্লাইট স্থগিত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বিমানবাহী রণতরি পাঠিয়েছে।
এদিকে জাপান বলছে, মহড়ায় ছোড়া চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের জলসীমায় এসেও পড়ছে। চীনের প্রতি অবিলম্বে এই মহড়া থামানোর আহ্বান জানিয়েছে টোকিও।