ভারতের সবচেয়ে বড় ফাইভজি নিলামের স্পেকট্রামের নিলাম সম্পন্ন হয়েছে। সাত দিনে ৪০ রাউন্ড বিডিংয়ে ১.৫ লাখ কোটি রুপির ওপর দর এসেছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৮ হাজার ৭৮ কোটি রুপি ব্যয় করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ৪ আবেদনকারীর মধ্যে প্রিমিয়াম ৭০০ মেগাহার্টজের ব্যান্ড স্পেকট্রাম অর্জনকারী একমাত্র প্রতিষ্ঠান রিলায়েন্স জিও।
ভারতের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনটাই জানিয়েছেন।
এ ছাড়া তিনি আরও জানিয়েছেন, ১০ আগস্টের মধ্যেই ৫জি স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে এবং অক্টোবরেই দেশটিতে ফাইভজি চালু হতে যাচ্ছে।
ফাইভজি চালু হলে দেশের টেলিকম সার্ভিসের মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন অশ্বিনী বৈষ্ণব।
ভারত সরকার আশা করছে, উচ্চগতির ফাইভজি মোবাইল ইন্টারনেট দেশটির জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাইভজিতে প্রতি সেকেন্ডে ডাউনলোড স্পিড ১০ থেকে ৫০ গিগাবাইট। ফোরজিতে এই গতি ১০ থেকে ২০ মেগাবাইট। অর্থাৎ ফোরজির চেয়ে ফাইভজির গতি ১০০ থেকে ২৫০ পর্যন্ত গুণ বেশি।
ফলে ফাইভজিতে স্বয়ংক্রিয় গাড়ি, যানবাহন চালানো, রোবট দিয়ে অস্ত্রোপচার, রোবটের কাজ, ড্রোন দিয়ে কৃষিকাজ, ভিআর গেইমিং, এআর, আইওটির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব।