সাবেক শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ বন্দোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা জব্দ ও পার্থ-অর্পিতার গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় এবার মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায় আজ এক ঘোষণায় জানিয়েছেন, বুধবারই রাজ্যের মন্ত্রিসভা ঢেলে সাজানো হবে।
মমতা বলেছেন, নতুন মন্ত্রিসভায় ৪ থেকে ৫ জন নতুন মুখ জায়গা করে নিতে পারে।
তিনি বলেন, আমরা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পান্ডেকে হারিয়েছি। পার্থ এখন জেলে। সব কাজ করতে হবে। আমার একার পক্ষে সব কাজ সম্ভব নয়।
তবে মমতা এও জানিয়েছেন, পুরো মন্ত্রিসভা বদলানোর পরিকল্পনা তাদের নেই।
বর্তমানে মুখ্যমন্ত্রীর পদ ছাড়াও সদ্য পদ হারানো পার্থের শিল্প মন্ত্রণালয়ের পদও দেখতে হচ্ছে মমতা বন্দোপাধ্যায়কে।
এক টেবিলে বসে খাবার খাচ্ছেন পার্থ ও অর্পিতা
এর আগে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার দুইটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি, পাঁচ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে বিদেশি মুদ্রাও।
রাজ্যের মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতা নাকতলা উদয়ন সংঘের পূজার মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন। নাকতলা পার্থ চ্যাটার্জির পূজা বলে সুপরিচিত। এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রীর আইনি উপদেষ্টা ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।
তার কাছে বিপুল পরিমাণ রুপি কোথা থেকে এলো তদন্তকারীদের সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মডেল অর্পিতা।
পরে ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সরকার গঠন করার পর তিনি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা বিভাগের মন্ত্রী হন। পরে পার্থকে শিক্ষা থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করা হয়। যদিও গ্রেপ্তারের পর তাকে শিল্পমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে।