বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে শ্রীলঙ্কার পরিস্থিতি হওয়ার আশঙ্কা নেই: জয়শঙ্কর

  •    
  • ২০ জুলাই, ২০২২ ০০:০৭

জয়শঙ্কর বলেন, ‘শ্রীলঙ্কার প্রেক্ষাপটে কিছু ভুল তথ্যযুক্ত তুলনা দেখা গেছে; যেখানে কিছু লোক জিজ্ঞাসা করেছে- ভারতে এমন পরিস্থিতি ঘটতে পারে কিনা? এ বিষয়ে বলবো, ভারতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই।’

‘শ্রীলঙ্কা খুব গুরুতর সঙ্কটের সম্মুখীন, যা ভারতকে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করে তুলেছে। তবে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি ভারতে দেখা দেয়ার কোনো আশঙ্কা নেই।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে একথা বলেছেন।

বৈঠকে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বলেন, ‘বিদেশ নীতির প্রশ্নে কেন্দ্রের পাশে থাকবে আমাদের দল। শ্রীলঙ্কার সাম্প্রতিক অচলাবস্থা দূর করতে পদক্ষেপ গ্রহণে আমরা কেন্দ্রকে অনুরোধ জানাচ্ছি।’

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও সরকার পক্ষে উপস্থিত ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, কংগ্রেসের পি চিদাম্বরম ও মানিকম ঠাকুর, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শারদ পাওয়ার, এআইএডিএমকের এম থামবিদুরাই ও ডিএমকের টি আর বালু।

জয়শঙ্কর বলেন, ‘আমরা আপনাদের সর্বদলীয় বৈঠকে যোগদানের জন্য অনুরোধ করেছিলাম। কারণ শ্রীলঙ্কায় আমরা যা দেখছি তা গুরুতর সংকট। এটি এমন একটি বিষয় যা একটি খুব ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে সম্পর্কিত এবং নৈকট্যের কারণে আমরা স্বাভাবিকভাবেই এর পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন।’

জয়শঙ্কর বলেন, ‘শ্রীলঙ্কার প্রেক্ষাপটে কিছু ভুল তথ্যযুক্ত তুলনা দেখা গেছে; যেখানে কিছু লোক জিজ্ঞাসা করেছে- ভারতে এমন পরিস্থিতি ঘটতে পারে কিনা? এ বিষয়ে বলবো, ভারতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সাত দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। মারাত্মক বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিস আমদানিতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক সংকট দ্বীপরাষ্ট্রটিতে রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে। দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

এ বিভাগের আরো খবর