বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়াশিংটনে গুলিতে কিশোর নিহত, পুলিশসহ আহত ৩

  •    
  • ২০ জুন, ২০২২ ১২:১৯

ওয়াশিংটন ডিসিতে চলা অনুমোদনহীন এক সংগীতানুষ্ঠানে গুলির ঘটনায় ১ কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশসহ ৩ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কোনো গুলি ছোড়েনি।

যুক্তরাষ্ট্রে আবারও গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে ১৫ বছরের এক বালক নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশ অফিসারসহ ৩ জন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে চলা অনুমোদনহীন এক সংগীতানুষ্ঠানে বন্দুকধারী হামলা করে।

মোচেলা নামে পরিচিত এই অনুষ্ঠানটি মেট্রোপলিটন পুলিশ বিভাগ এরই মধ্যে বন্ধ করে দিয়েছে।

গুলিতে আহত পুলিশ কর্মকর্তা সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন ওয়াশিংটনের পুলিশপ্রধান রবার্ট জে কন্টি।

পুলিশপ্রধান জানিয়েছেন, গুলিতে আহত অন্য দুজনের অবস্থা স্থিতিশীল।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কেউ পুলিশ হেফাজতে আছেন কি না এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাতের ঘটনায় পুলিশ কোনো গুলি ছোড়েনি।

ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট জে কন্টি

পুলিশপ্রধান রবার্ট জে কন্টি জানিয়েছেন, অনুমোদন ছাড়া অনুষ্ঠান পরিচালনাকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।

এ বছরের প্রথম ২২ সপ্তাহের মধ্যে ২৪৬টি নির্বিচারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি সপ্তাহে গড়ে ১১টি গুলির ঘটনা ঘটেছে। জুনের প্রথম সপ্তাহেই নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে ১১টি।

এ বছরের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ১৮ বছর বয়সী এক তরুণ বন্দুকধারী গ্রেড-৪-এর ক্লাস লক্ষ্য করে হামলা চালালে ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়। সেই হামলায় আহত হয় আরও ১৭ জন। বন্দুকধারী সালভাদর রামোসও পুলিশের গুলিতে নিহত হন।

স্কুলে এই নির্বিচার গুলির ঘটনার ঠিক ১০ দিন আগেই নিউ ইয়র্কের একটি সুপার মার্কেটে এক শ্বেতাঙ্গ যুবকের বন্দুক হামলায় ১০ জন নিহত হন। হতাহতের অধিকাংশই কৃষ্ণাঙ্গ। বর্ণবিদ্বেষের কারণে বন্দুকধারী এই হামলা চালান। সে সময় সামরিক পোশাক পরিহিত অবস্থায় ১৮ বছর বয়সী এক শ্বেতাঙ্গ যুবককে স্বয়ংক্রিয় রাইফেলসহ আটক করা হয়।

এমন পরিস্থিতিতে অস্ত্র নিরাপত্তা নিয়ে সম্ভাব্য আইনের প্রস্তাবে সম্মত হয়েছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী রিপাবলিকান পার্টির একদল আইন প্রণেতা।

ঐকমত্যের বিষয়গুলোর মধ্যে রয়েছে ২১ বছরের কম বয়সী ক্রেতাদের অতীত ইতিহাস যাচাই এবং অবৈধ অস্ত্র কেনার ওপর কড়াকড়ি আরোপ।

রিপাবলিকান ১০ আইনপ্রণেতা বন্দুকের নিরাপদ ব্যবহার নিয়ে আইনের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বেশ কিছু বন্দুক হামলার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অস্ত্র নিয়ন্ত্রণের পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে।

এর আগেও যুক্তরাষ্ট্রে বন্দুক ব্যবহারের আইন কড়াকড়ি করার উদ্যোগ নেয়া হয়েছিল, তবে প্রতিবারই আইন পাসে প্রয়োজনীয় ভোট পড়েনি।

এ বিভাগের আরো খবর