বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ বছর পর কারামুক্ত জাপানিজ রেড আর্মির প্রতিষ্ঠাতা

  •    
  • ২৮ মে, ২০২২ ১২:১৫

ফুসাকোর সংগঠনের তিন সদস্য ১৯৭৪ সালে নেদারল্যান্ডসের হেগে ফ্রান্সের দূতাবাসে হামলা চালান। ওই সময় তারা ফ্রান্সের দূতসহ আরও কয়েকজন দূতাবাসকর্মীকে ১০০ ঘণ্টা জিম্মি রাখেন। ওই হামলায় ফুসাকো সরাসরি অংশ নেননি, তবে জাপানের একটি আদালত ২০০৬ সালে হামলায় তার সম্পৃক্ততা খুঁজে পায়।

নেদার‌ল্যান্ডসে ফ্রান্সের দূতাবাসকর্মীদের জিম্মি করে রাখার ঘটনায় ২০ বছর পর কারামুক্ত হয়েছেন সশস্ত্র সংগঠন জাপানিজ রেড আর্মির সহপ্রতিষ্ঠাতা ফুসাকো শিগেনোবু।

টোকিওর পশ্চিমাঞ্চলীয় আকিশিমার কারাগার থেকে স্থানীয় সময় শনিবার মুক্তি পান তিনি।

কারাফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান মেয়ে মেই শিগেনোবু ও আইনজীবী।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, অবরোধের ঘটনার পর দীর্ঘদিন পলাতক ছিলেন বর্তমানে ৭৬ বছর বয়সী ফুসাকো। ২০০০ সালে জাপানের ওসাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উচ্চপর্যায়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বৈশ্বিক সমাজতান্ত্রিক বিপ্লব চেয়েছিল তৎকালীন ত্রাস সৃষ্টিকারী সংগঠন জাপানিজ রেড আর্মি। তারা বেশ কিছু জিম্মি ও অপহরণের ঘটনা ঘটায়। পাশাপাশি ইসরায়েলের বিমানবন্দরে প্রাণঘাতী হামলাও চালায় সংগঠনটি।

ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনে সমর্থন ছিল ফুসাকোর। তিন দশকের বেশি সময় মধ্যপ্রাচ্যে ছিলেন তিনি।

ফুসাকোর সংগঠনের তিন সদস্য ১৯৭৪ সালে নেদারল্যান্ডসের হেগে ফ্রান্সের দূতাবাসে হামলা চালায়। ওই সময় তারা ফ্রান্সের দূতসহ আরও কয়েকজন দূতাবাসকর্মীকে ১০০ ঘণ্টা জিম্মি রাখেন।

ফ্রান্স রেড আর্মির এক সদস্যকে মুক্তি দিলে এই জিম্মিদশার অবসান হয় এবং সংগঠনটির সদস্যরা বিমানে করে সিরিয়ায় চলে যায়।

ওই হামলায় ফুসাকো সরাসরি অংশ নেননি, তবে জাপানের একটি আদালত ২০০৬ সালে হামলায় তার সম্পৃক্ততা খুঁজে পায়।

হামলার সমন্বয়ে ফুসাকো সহায়তা করেছেন জানিয়ে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়। যদিও বিচার শুরুর পাঁচ বছর আগেই জাপানিজ রেড আর্মি বিলুপ্ত করে দিয়ে ফুসাকো জানান, আইনি সীমায় থেকেই নতুন লড়াই শুরু করবেন তিনি।

বিলুপ্ত হওয়ার আগে রেড আর্মি সর্বশেষ ১৯৮৮ সালে ইতালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ক্লাবে গাড়ি বোমা হামলা চালায়।

কারামুক্ত হওয়ার পর লক্ষ্য অর্জনে ‘নিরাপরাধ লোকজনের ক্ষতির জন্য’ দুঃখ প্রকাশ করেন ফুসাকো।

তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ‘অর্ধশতাব্দী আগের ঘটনা…আমরা লড়াইকে অগ্রাধিকার দিয়ে জিম্মি রাখার মতো কর্মকাণ্ডের মাধ্যমে নিরীহ লোকজনের ক্ষতি করেছি, যারা আমাদের কাছে অপরিচিত ছিল।’

এর আগে ১৯৭২ সালে ইসরায়েলের তেল আবিবের লোদ বিমানবন্দরে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন রেড আর্মির সহপ্রতিষ্ঠাতা।

এ বিভাগের আরো খবর