বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি পুতিনের: যুক্তরাষ্ট্র

  •    
  • ১১ মে, ২০২২ ০৯:১০

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক এভ্রিল হেইনস স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সিনেটের এক কমিটিকে বলেন, লক্ষ্যের সীমাকে দোনবাস অঞ্চলের বাইরেও রেখেছেন পুতিন, তবে রাশিয়ার বর্তমান প্রথাগত সামরিক সামর্থ্য ও লক্ষ্যের মধ্যে অসামঞ্জস্য দেখছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

তাদের ভাষ্য, ইউক্রেনের পূর্বাঞ্চল জয়ের পরও যুদ্ধ চালিয়ে যেতে পারে রাশিয়া।

পূর্বাঞ্চল দখলের চেষ্টারত রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয়দের তুমুল লড়াইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এমন বার্তা দিয়েছেন।

গোয়েন্দাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের সেনারা তাদের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা ঠেকিয়ে দেয়ার পর দোনবাস অঞ্চল বাগিয়ে নেয়ার চেষ্টা শুরু করে রাশিয়া, কিন্তু এরপরও রুশ সেনারা অচলাবস্থায় রয়েছেন।

আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক এভ্রিল হেইনস স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সিনেটের এক কমিটিকে বলেন, লক্ষ্যের সীমাকে দোনবাস অঞ্চলের বাইরেও রেখেছেন পুতিন, তবে রাশিয়ার বর্তমান প্রথাগত সামরিক সামর্থ্য ও লক্ষ্যের মধ্যে অসামঞ্জস্য দেখছেন তিনি।

এভ্রিল আরও বলেন, মূল্যস্ফীতি, খাদ্যের স্বল্পতা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কমে আসবে—এমনটাও সম্ভবত বিবেচনায় নিয়েছেন ‍পুতিন।

তার মতে, রুশ প্রেসিডেন্ট আরও আগ্রাসী ব্যবস্থা নিতে পারেন।

সে আগ্রাসী ব্যবস্থা হতে পারে পরমাণু অস্ত্রের ব্যবহার। যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, অস্তিত্ব সংকটে পড়লেই দেশটি এ অস্ত্র প্রয়োগ করবে।

একই শুনানিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক স্কট বেরিয়ার বলেন, রুশ ও ইউক্রেনীয়রা কিছুটা অচলাবস্থায় রয়েছেন।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আড়াই মাস পরও এ যুদ্ধ অব্যাহত আছে।

যুদ্ধের প্রভাবে এরই মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে গেছে। এ যুদ্ধ বন্ধ না হলে বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্যসংকট তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এ বিভাগের আরো খবর