সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় চতুর্থ দিনের মতো দেশটিতে সংঘর্ষ হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার পূর্বাঞ্চলীয় শহর নরকপিংয়ে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে তিনজন আহত হন।
এ সময় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেন। এ ঘটনায় অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতেও একটি বাসে আগুন দিয়েছিল কোরআন অবমাননায় ক্ষিপ্ত জনতা।
ইরান ও ইরাকের সরকার এরই মধ্যে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে পবিত্র কোরআনে আগুন দেয়ার প্রতিবাদ জানিয়েছে।
এদিকে কোরআনে আগুন দেয়া ডেনিশ-সুইডিশ চরমপন্থি রাসমুস পালুদান জানিয়েছেন, এ ধরনের ঘটনা তিনি আবারও ঘটাবেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতি, শুক্র ও শনিবারের সংঘাতে ১৬ জন পুলিশ অফিসার আহত হয়েছেন এবং এ সময় বেশ কয়েকটি পুলিশের গাড়ি ধ্বংস হয়েছে।
কোরআন অবমাননার প্রতিবাদে যে বিক্ষোভ চলছে তার বিপরীতে আরেকটি সমাবেশের হুমকি দিয়েছিলেন পালুদান।
তিনজন আহত হওয়ার বিষয়ে সুইডেনের স্থানীয় পুলিশ বলছে, পুলিশের ওপর হামলার পরই তারা বাধ্য হয়ে গুলি চালায়।
পালুদানকে এর আগে বর্ণবাদী অপরাধের কারণে ডেনমার্কে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও একইভাবে পবিত্র কোরআনকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছিলেন।