বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউ ইয়র্কে রেলস্টেশনে গুলি, আহত ১৬

  •    
  • ১২ এপ্রিল, ২০২২ ২০:০৩

কনরাড অ্যাডেরার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ব্রুকলিনের থার্টি সিক্স স্ট্রিট দিয়ে স্টেশনে যাচ্ছিলাম। তখন পা থেকে রক্ত বেরোচ্ছে এমন এক যুবকের সঙ্গে দেখা। সে বলেছিল, আরও অনেকে আহত হয়েছে।’  

নিউ ইয়র্কের ব্রুকলিনে রেলস্টেশনে নির্বিচারে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এতে দশজন গুলিবিদ্ধ অন্তত ১৬ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু বিস্ফোরক। পুলিশের পাশাপাশি নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট বিষয়টি তদন্ত করছে

সানসেট পার্কের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে গুলির ঘটনা ঘটে।

রবি ব্রোক নামে এক প্রত্যক্ষদর্শী টুইটে জানান, ‘গুলি কিংবা বোমা বিস্ফোরণ হয়েছে থার্টি সিক্স স্ট্রিটে। আমার জীবনের সবচেয়ে ভয়ংকর মুহূর্ত ছিল এটা।’

আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, থার্টি সিক্স এবং টুয়েন্টি ফাইভ স্ট্রিট থেকে আহত কয়েকজনকে বের হতে দেখেছেন তারা।

কনরাড অ্যাডেরার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ব্রুকলিনের থার্টি সিক্স স্ট্রিট দিয়ে স্টেশনে যাচ্ছিলাম। তখন পা থেকে রক্ত বেরোচ্ছে এমন এক যুবকের সঙ্গে দেখা। সে বলেছিল, আরও অনেকে আহত হয়েছে।’

একাধিক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন অথবা তাদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। টুয়েন্টি ফাইভ স্ট্রিটে সেন্ট এবং ফোর্থ এভেনে আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আহতদের মধ্যে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, নির্মাণকাজে ব্যবহৃত কমলা রঙের পোশাকে এক বন্দুকধারী এই হামলা চালিয়েছে। যাত্রীদের গুলি করে অন্য একটি ট্রেনে করে পালিয়ে যান হামলাকারী।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট বলছে, প্ল্যাটফর্মে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়েছি। সে সঙ্গে কিছু অবিস্ফোরিত ডিভাইস।

নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আহতদের গুলি করা হয়েছে। এর বেশি তথ্য আপাতত আমাদের কাছে নেই। বম্ব স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।’

এ বিভাগের আরো খবর