জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে রাশিয়াকে। ইউক্রেনে ‘নৃশংসতা’ চালানোর অভিযোগে এই পদক্ষেপ নিল বৈশ্বিক এই সংস্থাটি। যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩ দেশ; বিপক্ষে পড়েছে ২৪ ভোট। ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত রেজোলিউশনে ইউক্রেনে চলমান মানবাধিকার এবং মানবিক সংকটের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশন ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই মানবাধিকার সংস্থায় তাদের থাকা উচিত নয়।
সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়াকে বহিষ্কারের বিপক্ষে ভোট দেয়া দেশগুলোর মধ্যে আছে চীন, ইরান, কাজাখস্তান, কিউবা, বেলারুশ, সিরিয়া এবং খোদ রাশিয়া।
অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিসর, কাতার, ইরাক, ইন্দোনেশিয়া, জর্ডান, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ৫৮ দেশ ভোটদানে বিরত ছিল৷
মানবাধিকার সংস্থা থেকে বহিষ্কারের ঘটনা বিরল। সবশেষ ২০১১ সালে আফ্রিকার দেশ লিবিয়াকে বহিষ্কার করা হয়েছিল এই সংস্থা থেকে।
ভোটের আগে রাশিয়া অবশ্য সব সদস্য দেশকেই সতর্ক করেছিল। বলেছিল, তাদের সিদ্ধান্ত প্রভাব ফেলবে দ্বিপক্ষীয় সম্পর্কে, বহিষ্কারের সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক।
রাশিয়াকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এর আগে বুচা শহরে হত্যাকাণ্ড চালানোয় রাশিয়াকে মানবাধিকার পরিষদ থেকে বরখাস্তের সুপারিশ করেন ইউক্রেনের প্রতিনিধি।