বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার রাশিয়ায় ইউক্রেনের হামলার অভিযোগ

  •    
  • ১ এপ্রিল, ২০২২ ১৩:১৮

ইউক্রেনের দুইটি হেলিকপ্টার থেকে হামলা চালানোর পর তেলের ডিপোতে আগুন ধরে যায় বলে দাবি করেছেন রুশ গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ।

রাশিয়ার বেলগোরোড শহরের একটি তেলের ডিপোতে ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ এমন অভিযোগ করেছেন।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বেলগোরোড শহর।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ অভিযান। আক্রমণ শুরুর পর থেকে এই প্রথম রাশিয়ার মাটিতে ইউক্রেন বিমান হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেল।

টেলিগ্রাম চ্যানেলে গভর্নর বলেছেন, স্থানীয় সময় শুক্রবার সকালে এই হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের দুইটি হেলিকপ্টার থেকে হামলা চালানোর পর তেলের ডিপোতে আগুন ধরে যায় বলে দাবি করেছেন গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ।

এ সময় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ গভর্নর।

তিনি জানান, দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

মাত্র দুই দিন আগে ওই অঞ্চলের একটি অস্ত্র মজুত রাখা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি।

বেলগোরোডের তেলের ডিপোতে হামলার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডিপোতে আগুন জ্বলছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

তবে ফুটেজটির যথার্থতা নিশ্চিত করা যায়নি।

এ বিভাগের আরো খবর