বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরপেক্ষ রাষ্ট্র: আলোচনায় প্রস্তুত জেলেনস্কি

  •    
  • ২৮ মার্চ, ২০২২ ০৯:১৭

রাশিয়ার সঙ্গে চলমান সংকট কাটাতে সামনের সপ্তাহে আবারও তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন। এর আগেও দুই পক্ষ তুরস্কে আলোচনায় মিলিত হলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। তবে সেই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের কোনো রূপরেখা আসেনি।

ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। এই সামরিক অভিযান শুরুর বিষয়ে রাশিয়া বরাবরই বলে আসছে, ইউক্রেনের পশ্চিমাপন্থি অবস্থান ও ন্যাটো জোটে যোগদান রাশিয়ার জন্য নিরাপত্তার হুমকি সৃষ্টি করতে পারে। ২০১৪ সালে রুশ সমর্থিত ইউক্রেনীয় সরকারের পতন ঘটার পর থেকে ইউক্রেনের অবস্থান সব সময়ই পশ্চিমাদের দিকে। রাশিয়া চায়, রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান হোক নিরপেক্ষ।

এবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, শান্তিচুক্তির অংশ হিসেবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান নিয়ে আলোচনায় প্রস্তুত ইউক্রেন।

জেলেনস্কির মতে, চুক্তি মানার বিষয়ে অবশ্যই তা তৃতীয় কোনো পক্ষ থেকে নিশ্চয়তা দিতে হবে। এমনটাই বলেছেন রাশিয়ার একজন ইনডিপেনডেন্ট সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে।

রাশিয়ার সঙ্গে চলমান সংকট কাটাতে সামনের সপ্তাহে আবারও তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন। এর আগেও দুই পক্ষ তুরস্কে আলোচনায় মিলিত হলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। তবে সেই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের কোনো রূপরেখা আসেনি।

যদিও এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সব সময় ন্যাটো জোটের সদস্য হতে চেয়েছেন। তিনি বলেছিলেন, ন্যাটো জোটে যোগদান ইউক্রেনের জন্য স্থায়ী সুরক্ষা। এমনকি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর তিনি ইউরোপীয় ইউনিয়নকেও (ইইউ) আহ্বান জানিয়েছিলেন, ইউক্রেনকে ইইউর সদস্য করার জন্য। ইইউ এমনটা করেনি।

এ ছাড়াও রুশ বিমান হামলা থেকে বাঁচতে ইউক্রেনের আকাশকে নো-ফ্লাই জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ন্যাটো। এমনকি ইউক্রেনকেও কোনো আক্রমণাত্মক অস্ত্র দিতে চায় না এ পশ্চিমা জোটটি। ইউক্রেনের হয়ে যুদ্ধ করার বিষয়টি আগেই উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্পষ্টই বলে দিয়েছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

এ বিভাগের আরো খবর