পুরো দেশ নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে রাশিয়া এখন ইউক্রেনকে দুই ভাগে ভাগ করতে চায় বলে মন্তব্য করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা।
সংস্থার প্রধান কিরিলো বুদানভ এক এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে রোববার বিবিসির লাইভে জানানো হয়।
কিরিলো বুদানভ বলেন, ‘পুরো ইউক্রেন নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে রাশিয়া ইউক্রেনকে দু ভাগে ভাগ করতে চেষ্টা করছে। তারা এ দেশে মস্কো নিয়ন্ত্রিত একটি এলাকা বানাতে চাইছে।’
তিনি বলেন, ‘ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ কোরিয়া বানানোর চেষ্টা করছে রাশিয়া।’
যেসব এলাকা এরই মধ্যে রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে; সেসব এলাকায় গেরিলা হামলা শুরু করা হবে বলে জানান ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের হামলা।
ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এ ব্যাপারে বরাবরই তাদের সতর্ক করে আসছে রাশিয়া। সর্বশেষ যুদ্ধের কারণ হিসেবে তারা বলছে, দেশটিতে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।
যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিকসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। নিষিদ্ধ করা হয়েছে পণ্য আমদানি। কোনো কোনো দেশ ইউক্রেনে অস্ত্র, অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা পাঠিয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে ইউক্রেন।
এরই মধ্যে কয়েক দফা বৈঠকে বসেছে ইউক্রেন-রাশিয়া। তবে বৈঠকে যুদ্ধ বন্ধ নিয়ে কার্যত কোনো সিদ্ধান্ত আসেনি।