বিধ্বস্ত হওয়া চীনা উড়োজাহাজের ১৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজুর গভীর বনে বিধ্বস্ত হবার ছয় দিন পর আনুষ্ঠানিকভাবে শনিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার উপ মহাপরিচালক হু জেনজিয়াং। এর আগে আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানালেও শনিবার আসে আনুষ্ঠানিক ঘোষণা।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা বিবিসি।
উপ মহাপরিচালক হু জেনজিয়াং বলেন, ‘উড়োজাহাজটিতে থাকা ১৩২ আরোহীর মধ্যে ১২০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।’
সংবাদ সম্মেলনে নিহতদের পরিচয় প্রকাশ করেননি তিনি।
কর্তৃপক্ষ আরও জানায়, দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। উড্ডয়নের প্রথম ঘণ্টায় বিধ্বস্ত হবার গুরুত্বপূর্ণ কারণ জানা যেতে পারে ব্ল্যাক বক্সটি থেকে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানী বেইজিংয়ে পাঠানো হয়েছে। সেটিতে ককপিটের শেষ সময়ের কথোপকথনের রেকর্ড রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বিধ্বস্ত হওয়া চীনা বিমানের ১৩২ আরোহীর কারোরই আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে গত ২৩ মার্চ জানিয়েছে কর্তৃপক্ষ। এর পর থেকেই দেশটির গুয়াংজু আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু মরদেহের জন্য অপেক্ষার পালা শুরু হয়।
গত বুধবার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে।
এভিয়েশন অথরিটির মুখপাত্র লিউ লুসাং জানান, বিধ্বস্তের দুই দিন পর চায়না ইস্টার্ন ফ্লাইট নম্বর এমইউ-৫৭৩৫ থেকে প্রথম ব্ল্যাক বক্স বা ফ্লাইট রেকর্ডার পাওয়া গেছে।
বিধ্বস্ত হওয়া চীনা উড়োজাহাজের আরোহীদের কারোরই আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছে কর্তৃপক্ষ।
১২৩ যাত্রী ও ৯ ক্রু নিয়ে ইউনান প্রদেশের কুনমিং শহর থেকে গুয়াংজু যাওয়ার পথে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি গুয়ানসি অঞ্চলের উঝোউয়ের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় সোমবার। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় আগুন ধরে যায়। শুরু হয় উদ্ধার তৎপরতা।
বিমান বিধ্বস্তের ঘটনায় চীনজুড়ে চলছে শোক।
বিষয়টি নিয়ে উচ্চতর তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিধ্বস্তের এলাকাটিতে এখন শুধু ধ্বংসাবশেষ। ছড়িয়ে-ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। আগুনে পুড়ে গেছে সবকিছু।
হতাহতদের নিয়ে কোনো বিস্তারিত তথ্য এখনও দেয়নি কর্তৃপক্ষ। তবে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরোহীদের মধ্যে তরুণ বয়সের ছয়জনের একটি দলও ছিল। তারা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।