ভ্লাদিমির পুতিন ‘ক্ষমতায় থাকতে পারেন না’ বলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ায় সরকার বদলের ডাক দেননি বলে দাবি করেছে হোয়াইট হাউস।
পোল্যান্ডের স্থানীয় সময় শনিবার বাইডেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাশিয়ার নিন্দার পর হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর কিংবা ওই অঞ্চলে ক্ষমতাচর্চা করতে দেয়া যায় না পুতিনকে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইউরোপে চার দিনের সফরের শেষ দিন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেয়া বক্তব্যে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর প্রতি ইউক্রেনকে সহায়তার আহ্বান জানান বাইডেন।
বক্তব্যের শেষ প্রান্তে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি (পুতিন) ক্ষমতায় থাকতে পারেন না।’
তার এ বক্তব্যের নিন্দা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পুতিনের ক্ষমতায় থাকা না থাকার বিষয় নির্ধারণের এখতিয়ার নেই যুক্তরাষ্ট্রের।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ সিদ্ধান্ত বাইডেন নেবেন না। রুশরা রাশিয়ার প্রেসিডেন্টকে নির্বাচিত করেছেন।’
পুতিনকে নিয়ে বক্তব্যের আগে ইউরোপে ব্যস্ত সময় কাটান বাইডেন। আগের তিন দিন জি-সেভেন নেতা, ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তা এবং ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বাইডেনের সফরের মধ্যেই পোল্যান্ড সীমান্তের ৬০ কিলোমিটার দূরে পশ্চিম ইউক্রেনের লাভিভে ক্ষেপণাস্ত্র হামলা হয়।