বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেন যুদ্ধে জড়াবে না বেলারুশ

  •    
  • ২৬ মার্চ, ২০২২ ১৯:৪২

বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে গুজবে কান দেবেন না। তবে বেলারুশ আক্রান্ত হলে বসে থাকব না।’

ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে অবস্থান স্পষ্ট করেছেন রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশ। রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সংবাদ সম্মেলনে জানান, ইউক্রেনে যুদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে গুজবে কান দেবেন না। তবে বেলারুশ আক্রান্ত হলে বসে থাকব না।

তিনি বলেন, ‘অনেকবার বলেছি আমাদের ইউক্রেনে যুদ্ধ করার পরিকল্পনা নেই। আমাদের নাগরিকরা জেনেটিকভাবে যুদ্ধবিরোধী।’

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করলে তাতে সমর্থন দেয় বেলারুশ। এই অবস্থায় দেশটির সরকারবিরোধী অনেকে পশ্চিমা বিভিন্ন দেশে পালিয়ে যান।

বক্তব্যে তাদের সমালোচনা করে লুকাশেঙ্কো বলেন, ‘আমরা ইউক্রেন যুদ্ধে অংশ নেব এমন প্রপাগান্ডা ছড়াচ্ছে বিরোধীরা। অথচ তারাই ইউক্রেনে যুদ্ধ করার জন্য স্বেচ্ছাসেবী ইউনিট গঠন করছে।’

বিদেশের মাটিতে অবস্থান নিয়ে অনেকেই পরিকল্পিতভাবে যুদ্ধে জড়াতে নাগরিকদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন বেলারুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘তখনই যুদ্ধে জড়াব, যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি, আগ্রাসনের শিকার হচ্ছি। আর এ কারণে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

এ বিভাগের আরো খবর