আফগানিস্তানে প্রায় সাত মাস বন্ধ থাকা মেয়েদের হাই স্কুল খুলে দিয়েছিল তালেবান প্রশাসন, তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে ষষ্ঠ শ্রেণির উপরের কোনো ক্লাসের মেয়ে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারবে না।
আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতারের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে মেয়েদের স্কুল বন্ধের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ইসলামি আইন ও আফগান সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ পরিকল্পনার আগে মেয়েদের স্কুল বন্ধ থাকবে।
ওই নোটিশে উল্লেখ করা হয়, ‘আমরা সব গার্লস হাই স্কুল এবং মেয়ে শিক্ষার্থী থাকা স্কুলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।’
মেয়েদের স্কুল বন্ধের বিষয়টি নিশ্চিত হতে তালেবান মুখপাত্র ইনামুল্লাহ সামানগানির সঙ্গে যোগাযোগ করে এএফপি। তিনি বার্তা সংস্থাটিকে বলেন, ‘হ্যাঁ, এটা সত্য।’
ঠিক কী কারণে স্কুল বন্ধ করা হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেননি এ মুখপাত্র।
শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করার অনুমতি নেই আমাদের।’
এদিকে মেয়েদের স্কুল বন্ধের বিষয়টিকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন আফগান রাজনীতিক ও লন্ডনভিত্তিক সাংবাদিক শুকরিয়া বারাকজাই।
তিনি বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে, মেয়েদের স্কুল থেকে বাড়িতে ফিরতে হয়েছে, যারা এ দিনটার জন্য (স্কুল খোলা) অপেক্ষা করছিল। এর মাধ্যমে এটাই প্রমাণিত যে, তালেবান বিশ্বাসযোগ্য নয় এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না।’