বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু উদ্বোধন

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ১০:১০

১৯১৫ সালের চানাক্কালে সেতুটি পুনর্নির্মাণে ২ হাজার ৮০০ কোটি ডলার ব্যয় করেছে তুরস্ক। দক্ষিণ কোরিয়া ও তুরস্কের কোম্পানিগুলো সেতুটি নির্মাণ করে, যেটির টাওয়ারগুলোর মধ্যকার দূরত্ব ২.০২৩ কিলোমিটার। তুরস্কের পতাকার সঙ্গে মিল রেখে একে লাল ও সাদা রঙে রাঙানো হয়েছে।

দার্দানেলিস প্রণালিতে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এর মধ্য দিয়ে তুরস্কের এশিয়া প্রান্ত থেকে ইউরোপে যেতে সময় লাগবে মাত্র ছয় মিনিট।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, ১৯১৫ সালের চানাক্কালে সেতুটি পুনর্নির্মাণে ২ হাজার ৮০০ কোটি ডলার ব্যয় হয়েছে। তুরস্ক ও দক্ষিণ কোরিয়া সেতুটি নির্মাণ করে, যেটির টাওয়ারগুলোর মধ্যকার দূরত্ব ২.০২৩ কিলোমিটার। তুরস্কের পতাকার সঙ্গে মিল রেখে একে লাল ও সাদা রঙে রাঙানো হয়েছে।

এর আগে বিশ্বের দীর্ঘতম ছিল জাপানের আকাশি কাইকিয়ো সেতু।

প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে দুই দশকের শাসনামলে অনেক অবকাঠামোগত মহাপ্রকল্পের উদ্বোধন করেছেন এরদোয়ান। এর মধ্যে বসফরাস প্রণালিতে তৃতীয় সেতুও রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট ইস্তাম্বুলে একটি খাল বানানোর পরিকল্পনা করছেন, যেটি বসফরাসের বিকল্প হিসেবে ব্যবহার হবে।

নৌ বিজয়ের বার্ষিকীতে সেতু উদ্বোধন

স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) দীর্ঘতম ঝুলন্ত সেতু উদ্বোধন করেন এরদোয়ান, যেদিন ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার গ্যালিপোলি অভিযানে ব্রিটেন ও ফ্রান্সের সেনাদের বিরুদ্ধে উসমানীয় নৌবাহিনীর বিজয়ের ১০৭তম বার্ষিকী।

উদ্বোধনী বক্তব্যে সে প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, এ সেতু দার্দানেলিসদের শহীদের স্মৃতি স্মরণীয় করে রাখবে।

এর আগের দিন উসমানীয় নৌ অভিযানে নিহত সেনাদের প্রশংসা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গ্যালোপোলি যুদ্ধ জাতির সাহসিকতার সাক্ষ্য বহন করে।

এ বিভাগের আরো খবর