বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়ার দাবি কি বৈজ্ঞানিক কল্পকাহিনি

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ১৪:৫৫

রুশ সশস্ত্র বাহিনীর তেজস্ক্রিয়তা, রাসায়নিক ও জীবাণু অস্ত্র প্রতিরোধ ট্রুপসের প্রধান ইগর কিরিলভ রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘এটি খুব সম্ভব যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্যতম উদ্দেশ্য বিভিন্ন জাতিগোষ্ঠীকে বেছে বেছে আঘাত করতে সক্ষম জৈব-উপাদান তৈরি করা।’

এক রুশ ও এক ইউক্রেনীয় কফি খাচ্ছেন কোনো এক কফিশপে। এমন সময় সেই জায়গায় ছড়িয়ে পড়ল ল্যাবে কৃত্রিমভাবে তৈরি নতুন কোনো জীবাণু। টের পেলেন না দুজনের কেউই। অথচ এর কিছুক্ষণ পর সেই ভয়ংকর জীবাণুতে আক্রান্ত হয়ে যন্ত্রণাময় মৃত্যু হলো সেই রুশ ব্যক্তির, কিন্তু ইউক্রেনীয় লোকটির কিছুই হলো না। অবিশ্বাস্য লাগছে?

নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনেকটা এমনই। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইউক্রেন জাতিভিত্তিক জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা করছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের জীবাণু গবেষণাগারগুলো এমন উপাদান তৈরির চেষ্টা করছে যা একমাত্র বিশেষ জাতির মানুষদেরই আক্রান্ত করবে।

রুশ সশস্ত্র বাহিনীর তেজস্ক্রিয়তা, রাসায়নিক ও জীবাণু অস্ত্র প্রতিরোধ ট্রুপসের প্রধান ইগর কিরিলভ রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘এটি খুব সম্ভব যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্যতম উদ্দেশ্য বিভিন্ন জাতিগোষ্ঠীকে বেছে বেছে আঘাত করতে সক্ষম জৈব-উপাদান তৈরি করা।’

কিরিলভ আরও বলেন, আমেরিকানরা এরই মধ্যে খারকিভ, কিয়েভ এবং ওডেসার গবেষণাগারগুলো থেকে ডাটাবেস, জৈব উপাদান ও সরঞ্জাম, বিশেষ করে লেভিভের মহামারি গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রচুর নথি সরিয়ে নিয়েছে। এর কিছু অংশ পোল্যান্ডে সরিয়ে নেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

তবে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান অ্যাভরিল হেইন্স। এ ছাড়া সিনেট ইন্টিলিজেন্স কমিটিকে দেয়া বক্তব্যে হেইন্স বলেন, ‘আমরা মনে করি না ইউক্রেন কোনো জৈব, রাসায়নিক অস্ত্র বা পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে।’

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘ইউক্রেনে কোনো রাসায়নিক বা জৈব গবেষণাগার পরিচালনা করে না যুক্তরাষ্ট্র। এই ধরনের কোনো অস্ত্রও তারা কোথাও তৈরি করছে না।’

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকিও রাশিয়ার অভিযোগকে মিথ্যা ও প্রপাগান্ডা হিসেবে অভিহিত করেছেন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে ইউক্রেনকে পরামর্শ দেয়া হয়েছে, ‘সম্ভাব্য ছড়িয়ে পড়া ঠেকাতে’ গবেষণাগারে রাখা বিপজ্জনক জীবাণু ধ্বংস করে ফেলার জন্য।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির জৈববিজ্ঞান ও খাদ্যপ্রযুক্তি বিভাগের প্রধান প্রফেসর অলিভার জোন্স রাশিয়ার বিশেষ জাতিগোষ্ঠীকে লক্ষ্য বানিয়ে জৈব অস্ত্র তৈরির চেষ্টার দাবিকে উড়িয়ে দিয়েছেন। তার মতে এগুলো বিজ্ঞান কল্পকাহিনিতে সম্ভব। বাস্তবে নয়।

প্রফেসর জোন্স বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘আধুনিক ডিএনএ শনাক্তকরণ পদ্ধতি আপনার পূর্ব পুরুষ সম্পর্কে খুব বেশি হলে বলতে পারে সে কি ইউরোপীয় কিংবা আফ্রিকার, কোনো দেশ ধরে বলা সম্ভব নয়। আমরা বলতে পারি না একজন ব্যক্তি কোন দেশ থেকে এসেছেন। তাই এমন কোনো জীবাণু অস্ত্র তৈরি করা সম্ভব নয়, যা কেবল বিশেষ সম্প্রদায় থেকে আসা ব্যক্তিদের অন্যদের করবে না। এমনটি হবে না।’

জোন্স বলেছেন, এটা পুরোপুরি বিজ্ঞান কল্পকাহিনি। মানুষের জিনগত সামঞ্জস্য অত্যন্ত বেশি, এটি সম্ভব নয়।

এ বিভাগের আরো খবর