গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। ইউক্রেনীয় সেনারাও রুশ আক্রমণ প্রতিহত করছে। এরই মধ্যে রাশিয়ার অভিযানের তিন সপ্তাহ পার হয়েছে। বেশ কয়েকবার দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়ে গেলেও পুরোমাত্রায় যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রুশ হামলার মধ্য দিয়ে সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
‘এনবিসি নাইটলি নিউজ’ অনুষ্ঠানের উপস্থাপক লেস্টার হল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়াতে কিংবা কোনো ধরনের উসকানি দিতে চান না, বাইডেনের এই উদ্বেগকে জেলেনস্কি বুঝতে পেরেছেন কি না- এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের সিদ্ধান্তের ফলাফল এখনও বলা সম্ভব নয়, তবে এটি পুরোদমে বিশ্বযুদ্ধের পথ তৈরি করেছে।
তিনি বলেন, ‘এটি (তৃতীয় বিশ্বযুদ্ধ) এরই মধ্যে শুরু হয়ে গেছে কি না কেউ জানে না এবং ইউক্রেনের পতন হলে এই যুদ্ধের ভবিষ্যৎ কী? তা বলা কঠিন। এর আগেও আমরা দেখেছি, ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। কেউই ভবিষ্যদ্বাণী করতে পারবে না ঠিক কখন পুরোদমে যুদ্ধ শুরু হবে।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘এই যুদ্ধের ফলাফল পুরো মানবসভ্যতাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।’
এর আগে রুশ বিমান হামলা ঠেকাতে রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ শহরে নো-ফ্লাই জোন কার্যকর করতে পশ্চিমা দেশ ও ন্যাটোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। তাদের অস্বীকৃতিতে পশ্চিমা নেতাদের তিরস্কার করেছেন জেলেনস্কি। মঙ্গলবার কানাডার পার্লামেন্টে তিনি বলেছেন, ‘পশ্চিমারা ভণ্ড।’
ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা ও যুদ্ধবিমান পাঠানোর ব্যাপারে পশ্চিমাদের অস্বীকৃতির তিরস্কার করে তিনি বলেন, ‘যুদ্ধ সব সময় প্রকৃত চিত্র দেখায়। এ সময় বোঝা যায় কে শক্তিশালী আর কে দুর্বল। কে বুদ্ধিমান আর কে বোকা তা পরিষ্কার হয়ে যায়। কে সৎ আর কে ভণ্ড তাও বোঝা যায়।’
রাশিয়াকে বোমা ফেলা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর কত ক্ষেপণাস্ত্র আমার শহরগুলোর ওপর ফেলবে?’
ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এই হামলা বন্ধ করতে অনেকেই চায় না। কিন্তু তারা আমাদের নিয়ে উদ্বিগ্ন বলে বোঝাতে চায়।’
ইউক্রেনে নো-ফ্লাই জোন কার্যকরে পশ্চিমা নেতাদের রাজি করাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আহ্বান জানান জেলেনস্কি।
ইউক্রেনকে সদস্য করতে ন্যাটোর অস্বীকৃতিরও সমালোচনা করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটো সদস্য বাড়ানোর কথা বলে। কিন্তু সদস্য হতে গেলে এটা তাদের জন্য কীভাবে খারাপ হতে পারে? তারা বলছে, ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। আবার বলছে, ইউক্রেনের জন্য দরজা খোলা।’
জেলেনস্কি ন্যাটোর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের বলা হচ্ছে সদস্য করা হবে না। তাহলে এই দরজা কার জন্য খোলা।‘
তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের আশঙ্কায় ন্যাটো এখন পর্যন্ত নো-ফ্লাই জোন কার্যকর করতে অস্বীকার করেছে।’
এর আগে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভিডিও কলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ন্যাটোকে বশ করেছে রাশিয়া।’
তিনি বলেন, “ন্যাটো ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট’। তবে এই জোটের কিছু সদস্য রাশিয়ার প্রতি মুগ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা অনেক কথা শুনছি। বলা হচ্ছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ঠেকাতে ন্যাটো ইউক্রেনে নো-ফ্লাই জোন চালু করলে এই যুদ্ধ শুরু হবে। আমরা বারবার আহ্বান জানানোর পরও এটি চালু হয়নি। ন্যাটোর এই সিদ্ধান্ত রুশ সেনাবাহিনীকে ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলোতে বোমাবর্ষণ করতে এবং হাসপাতাল ও স্কুল উড়িয়ে দেয়ার অনুমতি দিয়েছে।”