রুশ অভিযান শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার ১৩ হাজার ৮০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেসবুক পোস্টে জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ৪৩০টি ট্যাংক, এক হাজার ৩৭৫টি সাঁজোয়া যান, ৮৪টি বিমান, ১০৮টি হেলিকপ্টার ও ১১টি ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেন বলেছে, এসব পরিসংখ্যান আনুমানিক। লড়াইয়ের তীব্রতার কারণে তাদের পক্ষ থেকে এসব যাচাই করা কঠিন ছিল।
এদিকে গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সংঘাতে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ অভিযান।
ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া।