এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এটি দেশটির আধুনিক ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড।
শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিতে একদিনে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে, গত বছর দেশটিতে মোট ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৭৩ জন সৌদি আরবের নাগরিক। এ ছাড়া সাতজন ইয়েমেন ও একজন সিরিয়ার নাগরিক।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অথবা আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী অথবা ‘অন্যান্য সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন।
অভিযুক্তরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা অথবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু বানানো অথবা হত্যা অথবা দেশে অস্ত্রপাচার করেছিলেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
এসপিএ বলেছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের প্রত্যেকের জন্য সৌদি আরবের আদালতে পৃথক তিনটি পর্যায়ে ১৩ জন বিচারকের তত্ত্বাবধানে মামলার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।