বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুশ বাহিনীতে সিরীয় যোদ্ধা

  •    
  • ৭ মার্চ, ২০২২ ১৬:১২

ওয়াল স্ট্রিট জার্নালকে আমেরিকার এক কর্মকর্তা বলেন, ‘রাশিয়ায় কিছু সিরীয় যোদ্ধা ইউক্রেন অভিযানে অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে সংখ্যাটা কত, তা স্পষ্ট না।’

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেয়ার জন্য সিরিয়ান যোদ্ধাদের ডাকা হয়েছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া সাক্ষাৎকারে রোববার ওয়াশিংটনের চার কর্মকর্তা এ দাবি করেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। এতে রুশ বাহিনীর হয়ে লড়াই করছেন চেচেন যোদ্ধারাও। আমেরিকান কর্মকর্তারা বলছেন, সম্প্রতি এ অভিযানে সিরীয় যোদ্ধাদের যুক্ত করেছেন পুতিন।

সিরিয়া গৃহযুদ্ধের চার বছরের মাথায় ২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অংশ নেয় রাশিয়া। আসাদ সরকারের অনুগতরা তাই পুতিনের নির্দেশ মানতে অনেকটাই বাধ্য।

ওয়াল স্ট্রিট জার্নালকে আমেরিকার এক কর্মকর্তা বলেন, ‘রাশিয়ায় কিছু সিরীয় যোদ্ধা ইউক্রেন অভিযানে অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে সংখ্যাটা কত, তা স্পষ্ট না।’

ইউক্রেন যুদ্ধে এরই মধ্যে দুই পক্ষের হয়ে অনেক বিদেশি যোদ্ধা জড়িয়ে গেছেন। চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ইউক্রেন অভিযানে অংশ নেয়ার কিছু ভিডিও শেয়ার করে দাবি করেছেন, যুদ্ধে এ পর্যন্ত কয়েকজন চেচেন যোদ্ধা নিহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, প্রায় ২০ হাজার বিদেশি যোদ্ধা কিয়েভ বাহিনীতে যোগ দিতে প্রস্তুত আছেন।

রুশ অভিযানের ১২তম দিনে রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলমুক্ত রয়েছে। যদিও গুরুত্বপূর্ণ খারসন শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন সরকার।

জাতিসংঘ বলছে, এ সময়ে অন্তত ১৫ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট।

এ বিভাগের আরো খবর